পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বক্তব্যের কড়া ভাষায় জবাব দিল ভারত। ভারতের বিদেশ মন্ত্রক বৃহস্পতিবার স্পষ্টভাবে জানিয়ে দিল যে কাশ্মীর হল দেশের অবিচ্ছেদ্য অঙ্গ। পাকিস্তান যেন আগে ওদের দখল করে রাখা কাশ্মীর ফেরত দেয়। প্রবাসী পাকিস্তানিদের এক সভাতে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেন, “কাশ্মীর ইসলামাবাদের ‘জীবনরেখা’ ছিল, আছে এবং থাকবে।” তাঁর কথায়, “কাশ্মীর হল পাকিস্তানের জিউগুলার ভেন।“ তিনি আরও বলেন, “আমরা একে ভুলবো না। আমাদের কাশ্মীরি ভাইদের বীরত্বপূর্ণ সংগ্রামকে আমরা কখনো ছেড়ে দেব না।”
পাক সেনাপ্রধানের এমন মন্তব্যের পরেই বৃহস্পতিবার কাশ্মীর নিয়ে পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিদেশ মন্ত্রক বলেছে, “বিদেশী কোনও জিনিস কীভাবে জিউগুলার ভেন হতে পারে?” বিদেশমন্ত্রকের সরকারি মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন।এটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল।পাকিস্তানের সঙ্গে এর একমাত্র সম্পর্ক হল অবৈধভাবে দখলকরা অঞ্চল ছেড়ে দেওয়া।”
প্রবাসী পাকিস্তানিদের সভাতে বক্তব্য রাখতে গিয়ে ভারত ও পাকিস্তানকে দুই আলাদা জাতি হিসেবে তুলে ধরে জেনারেল মুনির বলেন, “আমরা এক জাতি নই। এই কারণেই আমাদের পূর্বপুরুষরা এই দেশ গঠনের জন্য সংগ্রাম করেছিলেন। তাদের এবং আমাদের অনেক ত্যাগের ফসল এই পাকিস্তান। আমরা জানি কীভাবে একে রক্ষা করতে হয়। ভাই ও বোনেরা, ছেলেমেয়েরা—এই পাকিস্তানের কাহিনি ভুলে যেও না। এই গল্প আগামী প্রজন্মকে জানাও, যাতে তাদের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কখনো দুর্বল না হয়।”
পাশাপাশি এদিন ভারতীয় সেনা নিয়েও হাস্যকর উপমা টানেন পাক সেনা প্রধান।গত বেশ কয়েকমাস ধরে বালোচ বিদ্রোহীদের দাপটে কাঁপছে পাকিস্তানের পশ্চিম প্রান্ত। পাক সেনার শত চেষ্টা সত্ত্বেও বালোচ বিদ্রোহীদের দমন করা যায়নি। বালোচ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নিয়েও তিনি কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “আপনাদের কি মনে হয় এই জঙ্গিরা পাকিস্তানের ভাগ্য বদলে দেবে? আমরা ১৩ লক্ষ ফৌজের ভারতীয় সেনাকেই ভয় পাই না। তাহলে এই জঙ্গিরা কী করে পাক সেনাকে হারাবে?”
Leave a comment
Leave a comment