সুদীপ্ত চট্টোপাধ্যায়
রাজ্যকে করিডোর হিসাবে ব্যবহার করে প্রতিবেশী দেশে মহিষ পাচার করা হচ্ছে বলে জানিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যকে সতর্ক করে দিয়েছে। বিহার ও হরিয়ানা থেকে ট্রাকে করে মহিষ উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার মধ্যে দিয়ে প্রতিবেশী অন্যান্য রাজ্য ও বিদেশে পাচার করা হচ্ছে। প্রতিদিন প্রায় ৪৫ গাড়ি করে মহিষ পাচার করে দেওয়া হচ্ছে বলে জানান হয়েছে। এব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পুলিশ প্রশাসনের কাছ থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে গরু ও মহিষ পাচার রুখতে রাজ্য সরকারের তরফে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তার সামগ্রিক তথ্য চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলার পুলিশ প্রশাসনের তরফে কীভাবে নজরদারি চালানো হয়েছে এবং পাচার চক্রকে ধরতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও জানাতে বলা হয়েছে।