স্নিগ্ধা চৌধুরী
গেরুয়া আস্তানায় চলছে চূড়ান্ত ‘সিংহাসন যুদ্ধ’। বিজেপির সর্বভারতীয় সভাপতির আসন খালি হওয়ার মুখে, আর ঠিক সেই সময়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নাম, গন্ধ আর গুঞ্জনের কেমিস্ট্রি! ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির ফর্মুলায় জে.পি. নাড্ডার বিদায়ঘণ্টা বেজে গিয়েছে বললেই চলে। এখন প্রশ্ন কে বসবেন ‘কমান্ড চেয়ারে’?
আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে মনোনয়নের আনুষ্ঠানিক পর্ব। বিজেপির অন্দরমহল তখন রীতিমতো দাবা খেলার ছকে, যেখানে প্রত্যেক ঘুঁটি হিসেব করে সাজানো। শোনা যাচ্ছে, এপ্রিলের শেষ অথবা মে-র শুরুতেই সামনে আসতে পারে নাড্ডার উত্তরসূরীর নাম।
তবে জমজমাট এই খেলায় আরেকটি টুইস্ট ,পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি পরিবর্তন নিয়েও জল্পনার ঢেউ। সদ্য কেন্দ্রীয় মন্ত্রীত্ব পাওয়া সুকান্ত মজুমদার কি রাজ্য সভাপতির চেয়ার ছাড়ছেন? যদি হ্যাঁ, তবে উত্তরসূরী কে? গেরুয়া শিবিরে চলছে নিঃশব্দ কূটনীতি।
গত মঙ্গলবার রাতের আঁধারে তিন ঘণ্টা ধরে জে.পি. নাড্ডার সঙ্গে অমিত শাহ ও রাজনাথ সিংয়ের বৈঠক, এরপর বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা সব মিলিয়ে শীর্ষ নেতৃত্বে চলছে ‘অপারেশন রি-শাফল’। পরে নাড্ডার সঙ্গে ফের একান্তে বৈঠক করেন অমিত শাহ।
এই রাজনৈতিক ক্যালকুলেশনে রাজ্য থেকে কেন্দ্র, সব জায়গায় চলছে নতুন কৌশল, নতুন সমীকরণ। কে হবেন গেরুয়া সেনাপতি? শুধু দল নয়, সারা দেশের নজর এখন সেই ঘোষণার দিকেই।
কোন মুখ উঠবে সামনে? চোখ এখন গেরুয়া অভ্যন্তরের দিকে।