মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি অভিযোগে অভিযুক্ত সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যের সাসপেনশন প্রত্যাহার করে নিল পার্টি। সাসপেনশন প্রত্যাহারের বিষয়টি দলের উত্তর ২৪ পরগনা সম্পাদক মৃণাল চক্রবর্তী দলের হোয়্যাটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেছেন। যদিও সাসপেনশন প্রত্যাহারের এই পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে সিপিআইএমের অভ্যন্তরে। দলের কিছু সদস্যের অভিযোগ, যেখানে তন্ময়ের সাসপেনশন প্রথমে প্রকাশ্যে ঘোষণা করা হয়েছিল, সেখানে প্রত্যাহারের সিদ্ধান্ত কেন গোপনে নেওয়া হল?
এই বিষয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, “তদন্তের ভিত্তিতে তন্ময়কে সাসপেন্ড করা হয়েছিল। তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়েছে এবং সাসপেনশন তদন্ত চলাকালীন সময়ের জন্য ছিল, তাই সেটি প্রত্যাহার করা হয়েছে।” তবে, তদন্ত রিপোর্টের বিস্তারিত বিষয় প্রকাশ্যে আনা হয়নি এবং সিপিআইএম জানিয়েছে, রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে মহিলা সাংবাদিকের অভিযোগটি ২৭ অক্টোবর প্রকাশ্যে আসে। তিনি অভিযোগ করেছিলেন, তন্ময় তাঁর কোলে বসে পড়েছিলেন। যদিও তন্ময় এই অভিযোগ অস্বীকার করেছিলেন। এরপর বরানগর থানার পুলিশ তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে।
তন্ময়ের সাসপেনশন প্রত্যাহারের পর তিনি জানিয়েছেন, তিনি বিষয়টি হোয়্যাটসঅ্যাপ গ্রুপ থেকে জানতে পেরেছেন এবং দলের অভ্যন্তরীণ বৈঠকে তাঁর বক্তব্য তুলে ধরবেন। তবে, তদন্ত রিপোর্টের বিষয়টি এখনও স্পষ্ট নয় এবং সিপিআইএম কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।