২০২৪ সালের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ব্যাটে-বলে দাপট দেখিয়ে নিজেকে শীর্ষে স্থাপন করেছেন একাধিক ক্রিকেটার। মুম্বইয়ের অজিঙ্কা রাহানে সেরা পারফর্মারের পুরস্কার জয়ী। টুর্নামেন্টে তিনি ৮টি ইনিংসে ব্যাট করে ৫৮.৬২ গড়ে সংগ্রহ করেছেন ৪৬৯ রান, যা ছিল সর্বোচ্চ রান। তিনি ৫টি হাফ-সেঞ্চুরি করেন, তবে তিনটি ইনিংসে শতরান হাতছাড়া করেন। তার অসাধারণ পারফরম্যান্সের জন্য তাকে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয়। উল্লেখ্য, আইপিএল নিলামে কেকেআর তাকে দলে নেয় এবং নতুন অধিনায়ক হওয়ার সম্ভাবনাও রয়েছে।
মধ্যপ্রদেশের রজত পতিদারও দারুণ ছন্দে ছিলেন। ৬১.১৪ গড়ে ৪২৮ রান সংগ্রহ করেন তিনি। পাঁচটি হাফ-সেঞ্চুরি এবং ২৭টি ছক্কা হাঁকিয়ে তিনি টুর্নামেন্টে অন্যতম সেরা পারফর্মার হয়ে ওঠেন।
উর্ভিল প্যাটেল, যদিও আইপিএল নিলামে দলে সুযোগ পাননি, কিন্তু সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৬টি ইনিংসে ব্যাট করে দুইটি শতরান হাঁকান এবং দ্রুততম শতরানের যুগ্ম রেকর্ড গড়েন, ঋষভ পন্তের রেকর্ড ভেঙে। তার এ পারফরম্যান্স ফ্র্যাঞ্চাইজিগুলির চোখে পড়ে।
পঞ্জাবের অভিষেক শর্মা ব্যাট ও বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখান। ৭টি ইনিংসে ২৫৫ রান সংগ্রহ করার পাশাপাশি ৭টি উইকেটও নেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল ২১৬.১০।
এছাড়াও, মুকেশ চৌধরী, চেন্নাই সুপার কিংসের তরুণ পেসার, ৬টি ম্যাচে ১৫ উইকেট নিয়ে নিজেদের আস্থার প্রতিফলন ঘটান। ৩৩ রানে ৪ উইকেট নিয়ে তিনি তার বোলিং দক্ষতা প্রমাণ করেন।