খারাপ সময় যেন কাটছেই না মুম্বইয়ের তরুণ ক্রিকেটার পৃথ্বী শয়ের। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইকে চ্যাম্পিয়ন করলেও ব্যক্তিগতভাবে তিনি ছিলেন ব্যর্থ। পুরো প্রতিযোগিতায় তেমন কোনো বড় ইনিংস খেলতে পারেননি তিনি, ফলে তার ব্যাট থেকে এসেছে মাত্র ১৯৭ রান। এর পরেই তিনি বাদ পড়লেন মুম্বইয়ের বিজয় হাজারে ট্রফির স্কোয়াড থেকে, যেখানে প্রথম তিন ম্যাচে তাকে খেলানো হবে না।
২১ ডিসেম্বর থেকে শুরু হতে চলা বিজয় হাজারে ট্রফির জন্য মুম্বই ক্রিকেট সংস্থা ১৭ জনের স্কোয়াড ঘোষণা করেছে। কিন্তু সেই স্কোয়াডে জায়গা হয়নি পৃথ্বী শয়ের, যা নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি বলেছেন, ‘‘ভগবান আমায় বলো, আর কি কি আমায় দেখতে হবে? ৬৫ ইনিংসে ৩৩৯৯ রান, স্ট্রাইক রেট ১২৬, ব্যাটিং গড় ৫৫.৭, তাও কি আমি যোগ্য নই?’’ তিনি আরও বলেছেন, ‘‘তবে আমি ঈশ্বরে ভরসা রাখব, এবং আশা করব মানুষও আমায় বিশ্বাস করবে। কারণ আমি ঠিক প্রত্যাবর্তন করব।’’
এর আগেই মুম্বই রঞ্জি দল থেকে বাদ পড়েন পৃথ্বী, যিনি অক্টোবরে ৪ ইনিংসে মাত্র ৫৯ রান করেছিলেন। তাঁর ফিটনেসে কিছু সমস্যা ছিল, যা সংশোধন করার জন্য তাকে বলা হয়েছিল, কিন্তু তার জীবনযাত্রায় তেমন পরিবর্তন হয়নি। জাতীয় দলের তারকা শ্রেয়স আইয়ার সম্প্রতি বলেছিলেন, ‘‘পৃথ্বীর মধ্যে ঈশ্বর প্রদত্ত প্রতিভা রয়েছে, তবে তাকে তার কাজের প্রতি মনোযোগী হতে হবে।’’
এদিকে, বিজয় হাজারে ট্রফির প্রথম তিন ম্যাচে মুম্বইয়ের অধিনায়কত্ব করবেন শ্রেয়স আইয়ার। শীর্ষ অধিনায়ক আজিঙ্কা রাহানে ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন, যার ফলে এই দায়িত্ব শ্রেয়সের কাঁধে বর্তাবে।
মুম্বইয়ের স্কোয়াডে রয়েছেন জাতীয় দলের দুই তারকা শিবম দুবে এবং সূর্যকুমার যাদব, পাশাপাশি শার্দুল ঠাকুরও। ২১ ডিসেম্বর কর্ণাটকের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মুম্বইয়ের বিজয় হাজারে ট্রফি অভিযান।