দেশে ক্রমবর্ধমান মসজিদ সংক্রান্ত বিতর্ক এবং সাম্প্রদায়িক উত্তেজনার বিষয়ে বৃহস্পতিবার আরএসএস প্রধান মোহন ভাগবত তীব্র প্রতিক্রিয়া জানালেন। পুনেতে আয়োজিত ‘বিশ্বগুরু ভারত’ কর্মসূচির মঞ্চ থেকে তিনি স্পষ্ট বার্তা দিলেন, অযোধ্যার রাম মন্দির ইস্যুকে কেন্দ্র করে হিন্দুদের যে আস্থার প্রকাশ ঘটেছিল, সেটিকে অন্যান্য মসজিদ বা ধর্মীয় স্থান নিয়ে বিতর্কের সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়।
ভাগবত বলেন, “রাম মন্দির একটা বিশ্বাস ও আস্থার বিষয় ছিল। কিন্তু সম্প্রতি যেভাবে নতুন নতুন মসজিদ নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে এবং ঘৃণা ও শত্রুতার পরিবেশ তৈরি হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
উল্লেখ্য, সম্প্রতি উত্তরপ্রদেশের সম্ভলের জামা মসজিদ ও রাজস্থানের আজমের শরিফ নিয়ে হিন্দুত্ববাদী সংগঠনগুলির পক্ষ থেকে সমীক্ষার দাবি তোলা হয়েছে। এই ধরনের বিতর্কের কারণে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়েছে।
ভাগবত বলেন, “ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে শান্তিতে বাস করে। আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি ভারত তৈরি করা, যা বৈচিত্রের মধ্যেও ঐক্যের মডেল হয়ে উঠবে।”
তিনি আরও বলেন, “চরমপন্থা ও আগ্রাসী মনোভাব আমাদের সংস্কৃতির অংশ নয়। এই ধরনের বিভেদের পরিবর্তে আমাদের প্রাচীন ঐতিহ্য ও মূল্যবোধের ওপর ভিত্তি করে সমাজকে গড়ে তুলতে হবে।”
সংখ্যালঘু ও সংখ্যাগুরু প্রসঙ্গে ভাগবত বলেন, “এই দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই। প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালন করার সমান অধিকার থাকা উচিত।”
তাঁর বার্তা বর্তমান সাম্প্রদায়িক উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।