মাত্র কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল দেব ও সৃজিতের জুটি নিয়ে সিনেমা টেক্কা, এবং এবার শীতের ঋতুতে মুক্তি পেল দেবের নতুন ছবি খাদান, যা দর্শকদের ভালোই প্রতিক্রিয়া পাচ্ছে। তবে, সৃজিত মুখোপাধ্যায় এবার এই বিগ বাজেট ছবির ছোটখাটো ভুলচুক তুলে ধরলেন। পাশাপাশি, তিনি ব্যাখ্যা করলেন কেন খাদান বাংলা সিনেমার জন্য জরুরি।
ফেসবুকে খাদান দেখে সৃজিত একটি বিস্তারিত পোস্ট করেন। তিনি ছবিটির কিছু ভুলচুক যেমন তুলে ধরলেন, তেমনি জানালেন, কেন ছবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৃজিত তাঁর পোস্টে লিখেছেন, “বাংলা ছবির জন্য খাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, ছবিটি ভীষণ ভালোভাবে বানানো হয়েছে। যিশু সেনগুপ্তের বাঙালি উচ্চারণ সবসময় একরকম ছিল না, এবং নিউটাউনের তৃতীয় সূত্র উদযাপন করতে গিয়ে গ্রাভিটির অন্যান্য সূত্রকে উপেক্ষা করা যায় না। তবে, এসব ছোটখাটো বিষয় বাদ দিয়ে খাদান আমার দারুণ লেগেছে।”
সৃজিত আরও যোগ করেন, “ভাষা, উচ্চারণে আঞ্চলিকতার চেষ্টা করা হয়েছে, পোশাক, রাজনীতি, খাবার ইত্যাদির দিকে মনোযোগ দেওয়া হয়েছে। একাধিক ইমোশনাল মুহূর্ত তৈরি করা হয়েছে, সিকোয়েন্সগুলো দ্রুত এগিয়েছে। দর্শকদের স্পুনফিড না করে, তাদের অংশীদার করা হয়েছে।”
সৃজিত বিশেষভাবে দেবের অভিনয়, যিশু এবং অনির্বাণের প্রশংসা করেন। তিনি ছবির পরিচালকের কাজকেও সম্মান জানান। খাদান ছবিটি ২০ তারিখ মুক্তি পায় এবং প্রথম দিনেই ১ কোটি টাকার ব্যবসা করেছে বলে জানা গেছে।
ছবিতে দেব, যিশু, অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্যসহ অন্যান্য শিল্পীরা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। পরিচালনার দায়িত্বে ছিলেন সুজিত সরকার রিনো, এবং সঙ্গীত পরিচালনা করেছেন নীলায়ন চট্টোপাধ্যায়।
