জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী, বেশ কিছুদিন ধরেই তিনি সমালোচনার কারণে সংবাদমাধ্যমে শিরোনামে রয়েছেন। কয়েকদিন আগেই অবশ্য তাঁর গান অস্কারের জন্য মনোনীত হয়। পরে অবশ্য তালিকা থেকে বাদ পড়ে গিয়েছেন। এই নিয়ে সংবাদ শিরোনামে থাকার পাশাপাশি কয়েকদিন আগে, কনসার্টে হিন্দি গান শুনতে চাওয়া শ্রোতাকে মুখের ওপর জবাব দিয়ে শিরোনামে ছিলেন ইমন। এবার দিল্লির একটা শোয়ের ভিডিও পোস্ট করে কটাক্ষের মুখে পড়লেন গায়িকা।
একুশে ডিসেম্বর শনিবার রাতে ইমন চক্রবর্তীর দিল্লি কনসার্টের একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, হলের ভিতরে বিশাল ভিড়। পছন্দের গায়িকার গান শোনার জন্য লুকিয়ে রয়েছেন সকলে। তখনই ইমন চক্রবর্তী শনিবার, ২১ ডিসেম্বর রাতে ইমন চক্রবর্তী তাঁর দিল্লি কনসার্টের একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানেই দেখা যাচ্ছে একটি হলের ভিতরে ঠাসাঠাসি করে শ্রোতারা বসে আছেন পছন্দের গায়িকার গান শোনার জন্য। আর মঞ্চে রেহনা হ্যায় তেরে দিল ম্যায় ছবিটি থেকে জারা জারা গানটি গাইছেন ইমন চক্রবর্তী। এই পারফরম্যান্সের একটি ছোট্ট ভিডিও ক্লিপ ইনস্টাগ্রামে পোস্ট করে ইমন লেখেন,”দিল্লি, গতকাল রাতে তুমি দুর্দান্ত ছিলে।”
ইমনের পোস্টে অনেকেই প্রশংসা করলেও কটাক্ষ করেছেন বহু মানুষ। ইতিপূর্বে কলকাতার একটি শোয়ে পারফরম্যান্সের মাঝে গায়িকাকে থামিয়ে হিন্দি গান গাওয়ার কথা বলতেই রীতিমতো রেগে গিয়েছিলেন ইমন। সেই কথার বিরোধিতা করেন তিনি। জানিয়ে দেন যে, বাংলায় থাকতে গেলে বাংলা গান শুনতে হবে বাংলা গান কে ভালবাসতে হবে। গায়িকার সেই মুহূর্তের ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এদিন দিল্লি গিয়ে হিন্দি গান গেয়ে তার ভিডিও পোস্ট করেন ইমন। ব্যাস শুরু হয়ে গিয়েছে কটাক্ষ।
জনৈক ব্যক্তি কটাক্ষ করে লেখেন, “ইমন, আপনি এই মঞ্চে বাংলা গান গাইলেন না কেন? বাংলা নিয়ে যত আদিখিতা শুধু বাংলা ভাষীদের উপরই নাকি?’ কেউ আবার রসিকতা করে লিখেছেন, “ওখানে আবার কাউকে বলেননি তো যে চুলের মুঠি ধরে বের করে দেব?” এইভাবেই একের পর এক মন্তব্য করে ইমনকে আক্রমণ করেছেন অনেকেই।