পুরুলিয়া জেলার মানবাজার ২ ব্লকের শুশুনিয়া-বুরুডি এলাকায় ঢুকে পড়েছে বাঘিনি জ়িনত। রেডিয়ো কলারের ট্র্যাকিংয়ের মাধ্যমে জানা গেছে, বাঘিনি সম্প্রতি পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড় থেকে দিক পরিবর্তন করে ভাঁড়ারি পাহাড়ে প্রবেশ করে। এরপর আরও ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সে মানবাজারে চলে আসে। এই নতুন ঠিকানা গাছগাছালি এবং জনবসতির কাছাকাছি হওয়ায় বন দফতর গভীর উদ্বেগে রয়েছে।
বাঘিনি জ়িনত, যাকে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প থেকে পুনরায় অবমুক্ত করা হয়েছিল, গত কয়েক মাসে একাধিক জায়গায় ঘুরে বেড়িয়েছিল। আগের ডেরা রাইকা পাহাড়ের তুলনায় মানবাজারে জনবসতি অনেক বেশি, যা বন দফতরের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বন দফতর জানায়, বাঘিনিকে ধরার জন্য বিশেষ দল ওড়িশা এবং পশ্চিমবঙ্গের দক্ষ বনকর্মীদের নিয়ে মানবাজারে পৌঁছেছে। তাদের উদ্দেশ্য হল বাঘিনিকে শান্তভাবে খাঁচাবন্দি করা, যাতে কোনও মানুষের ক্ষতি না হয়। এর জন্য ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘিনিকে শান্ত করা হবে।
পূর্বে, জ়িনতকে বিভিন্ন জায়গায় খাঁচা স্থাপন করে ধরার চেষ্টা করা হয়েছিল, তবে কোনো টোপেই সে ধরা পড়েনি। বন দফতর এ বার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে। ২৪ নভেম্বর তাকে সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে মুক্তি দেওয়ার পর থেকে, বাঘিনি ঝাড়খণ্ড এবং পুরুলিয়ার বিভিন্ন এলাকা অতিক্রম করে এখানে পৌঁছেছে।
বন দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে বাঘিনির গতিবিধি অত্যন্ত নজরদারিতে রাখা হয়েছে এবং যত দ্রুত সম্ভব তাকে নিরাপদে খাঁচাবন্দি করার চেষ্টা চলছে।