আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরের শেষ সপ্তাহে দক্ষিণ ও উত্তরবঙ্গে আবহাওয়ার বিভিন্ন পরিবর্তন দেখা যাবে।
দক্ষিণবঙ্গে, ২৮ ডিসেম্বর পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী ২ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। এরপর পারদ ৩ থেকে ৫ ডিগ্রি কমতে পারে।
২৯ ডিসেম্বর ফের দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টি হবে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টি আর হবে না।
উত্তরবঙ্গে, ২৮ ডিসেম্বর দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কালিম্পঙে শিলাবৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আকাশ শুষ্ক থাকবে। ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।
২৯ ডিসেম্বর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টি হবে। এরপর ২ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী ২ দিনে উত্তরবঙ্গেও তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে এবং তারপর ৩ থেকে ৫ ডিগ্রি কমতে পারে।
এই সময়ে দক্ষিণ ও উত্তরবঙ্গের মানুষদের আবহাওয়ার পরিবর্তনের প্রতি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।