বহরমপুরে যুব তৃণমূল নেতা পাপাই ঘোষের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। শনিবার রাতে শহরের কাশিমবাজার এলাকায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ। যদিও গুলি গাড়িতে লাগেনি, তবে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পাপাই ঘোষ জানিয়েছেন, কাজ সেরে বাড়ি ফেরার পথে এই হামলা হয়। প্রথমে একটি গুলি চালানো হয় এবং তারপরে আরও একটি। গুলির আওয়াজ শুনে তাঁর গাড়িচালক দ্রুত এলাকা ছেড়ে বেরিয়ে যান। স্থানীয় বাসিন্দারা গুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন, তবে কেউ দুষ্কৃতীদের শনাক্ত করতে পারেননি।
এই হামলার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র নাকি ব্যক্তিগত বিরোধ কাজ করছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। তবে রবিবার সকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এ ঘটনাকে কেন্দ্র করে শাসকদল তৃণমূলকে কটাক্ষ করেছে বিরোধী কংগ্রেস। তাদের অভিযোগ, তৃণমূলের শাসনকালে এমন ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলার চরম অবনতির পরিচয় বহন করছে। তারা দাবি করেছে, তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব এবং তোলাবাজি থেকে এই হামলার সূত্রপাত।
পাপাই ঘোষ নিজেও হামলার কারণ সম্পর্কে বিভ্রান্ত। তিনি বলেছেন, “আমি তো সাধারণত মোটরসাইকেলেই চলাফেরা করি। গাড়ি লক্ষ্য করে কেন গুলি চালানো হলো, সেটাই বুঝতে পারছি না।”
এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে, আর বহরমপুরবাসী ভীত-সন্ত্রস্ত।