ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট দলে জায়গা হয়নি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শুভমন গিলের মতো তারকাদের। তবে দুই ভারতীয় ক্রিকেটার জায়গা পেয়েছেন সেরা একাদশে। চমকপ্রদভাবে, পুরো বছরে মাত্র একটি টেস্টে নেতৃত্ব দেওয়া জসপ্রীত বুমরাহকে বর্ষসেরা দলের অধিনায়ক বেছে নিয়েছে অস্ট্রেলিয়া। দলে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন যশস্বী জসওয়াল। ২০২৪ সালে ১৬টি টেস্টের ২৯ ইনিংসে ব্যাট করে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ১৪৭৮ রান সংগ্রহ করেছেন, যার মধ্যে রয়েছে ৩টি সেঞ্চুরি এবং ৯টি হাফ-সেঞ্চুরি। অন্যদিকে, বুমরাহ ২০২৪ সালে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ৭১টি উইকেট শিকার করেছেন।
বর্ষসেরা দলে ইংল্যান্ডের তিন ব্যাটার বেন ডাকেট, জো রুট এবং হ্যারি ব্রুক রয়েছেন। রুট ২০২৪ সালে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার। নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র চার নম্বরে এবং কিউই পেসার ম্যাট হেনরিও রয়েছেন একাদশে। অলরাউন্ডার হিসেবে শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস, উইকেটকিপার হিসেবে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি, এবং পেসার জোশ হেজেলউড রয়েছেন দলে। একমাত্র স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। তবে, পাকিস্তান, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের কোনও ক্রিকেটার এই দলে জায়গা পাননি। বিশেষজ্ঞদের মতে, অস্ট্রেলিয়ার এক স্পিনারের দল উপমহাদেশের জন্য আদর্শ নয়, তবে সেনা দেশের জন্য কার্যকরী।
ক্রিকেটপ্রেমীদের জন্য এই তালিকা কিছুটা বিতর্কিত হলেও, যশস্বী এবং বুমরাহর পারফরম্যান্স তাদের জায়গা অটুট করেছে।
