সোমবার সন্দেশখালির প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “যা হয়েছে আমি ভুলে গেছি। আপনারাও ভুলে যান। বিজেপির কালো টাকায় হাত দেবেন না।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জবাবে সোমবার সন্ধ্যায় তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধাননগরে দলের দফতরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “মা-বোনদের সম্ভ্রম লুণ্ঠন হয়েছে। এত সহজে ভুলে যাব?” তিনি অভিযোগ করেন, “মুখ্যমন্ত্রী নিজের রাজনৈতিক হারের অতীত ভুলে গেছেন। সন্দেশখালিতে গিয়ে যা হয়েছে তা ভুলে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। কিন্তু আমরা ভুলে যাব না। আমাদের মা-বোনদের সম্মান সস্তা নয়।” শুভেন্দু অধিকারী আরও বলেন, “৭০ হাজার ভোটে জেতা সিটে ৭ হাজারে হার মেনে নিতে না পেরে এমন কথা বলছেন মুখ্যমন্ত্রী।”
কালো টাকা প্রসঙ্গেও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন, “বিজেপির কালো টাকা নেই। সমস্ত লেনদেন হয় ব্যাঙ্কের মাধ্যমে। মুখ্যমন্ত্রী বেতন নেন না, কিন্তু তাঁর বিলাসবহুল জীবনযাত্রা মানুষ দেখছে। ২০১১ সালের আগে তাঁর পরিবারের কেউ বিদেশ যেতেন না। এখন আমেরিকা, ইউরোপ, দুবাই যাতায়াত করছেন। মানুষ এসব বুঝতে পারছেন।” মুখ্যমন্ত্রীর সন্দেশখালি যাত্রা নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর কথায়, “সড়কপথে যাওয়া উচিত ছিল, কিন্তু পরিবারের লোকজন এবং প্রশাসনিক সুবিধা নিয়ে বিলাসিতা করছেন। পশ্চিমবঙ্গে পরিবারতন্ত্রের নামে সাম্প্রদায়িক প্রচার চালানো হচ্ছে। মুসলিম এবং অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক ধরে রাখার চেষ্টা চলছে।”
সন্দেশখালির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির টাকা প্রসঙ্গে বলেন, “ওদের টাকা মানুষের টাকা নয়, অন্যায়ের টাকা। সেই টাকায় হাত দেবেন না।”
