নতুন বছরের দ্বিতীয় দিনেই বাংলা চলচ্চিত্র জগতে গভীর শোকের ছায়া। বৃহস্পতিবার ভোররাতে প্রয়াত হলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অরুণ রায়। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে আরজি কর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অরুণ রায়, যিনি ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কাজ করতে ভালোবাসতেন, তাঁর কাজের মাধ্যমে বাংলা সিনেমায় এক আলাদা পরিচিতি তৈরি করেছিলেন। ‘হীরালাল’, ‘বিনয় বাদল দীনেশ’ এবং সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘বাঘাযতীন’-এর মতো সিনেমাগুলি তাঁর অসাধারণ সৃজনশীলতার সাক্ষী। ‘বাঘাযতীন’ ছবির শুটিং চলাকালীনই জানা যায়, তিনি ক্যানসারে আক্রান্ত। তবুও মারণরোগের থাবায় দমে না গিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ চালিয়ে যান।
গত কয়েকদিন ধরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। বুধবার রাতে হাসপাতাল সূত্রে জানা যায়, পরিস্থিতি আশঙ্কাজনক। অবশেষে বৃহস্পতিবার ভোরে তাঁর জীবনাবসান ঘটে।পরিচালকের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন টলিউডের বহু বিশিষ্ট ব্যক্তি। অভিনেতা দেব, যিনি ‘বাঘাযতীন’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী স্মৃতিচারণা করে লেখেন, “অরুণদা আমাদের মাঝে থাকবেন তাঁর সৃষ্টির মাধ্যমে।”২০১১ সালে ‘এগারো’ দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করা অরুণ রায় বাংলা সিনেমায় এক নতুন ধারা এনে দেন। তাঁর মৃত্যু বাংলা চলচ্চিত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং কাজের প্রতি নিবেদন চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।