ইংরেজবাজার শহরে তৃণমূল নেতা দুলাল সরকার খুন হয়েছেন। গত বৃহস্পতিবার সকালে শহরের জনবহুল এলাকায় দলীয় কার্যলয়ের কাছে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ৩ বাইকআরোহী মোট ৪ রাউন্ড গুলি চালায়, যার মধ্যে ৩ রাউন্ড গুলি দুলাল সরকারের শরীরে লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে যান, পরে তৃণমূল কর্মীরা তাকে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যান, কিন্তু তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গেছে।
এ ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এক বৈঠকে পুলিশকে দায়ী করে বলেন, “দুলাল সরকার পুলিশের গাফিলতিতেই খুন হয়েছেন।” তিনি আরও জানান, দুলাল সরকার পূর্বে পুলিশি নিরাপত্তা পেতেন, কিন্তু পরে তা তুলে নেওয়া হয়। মুখ্যমন্ত্রী এই ঘটনায় ফিরহাদ হাকিমকে মালদায় পাঠানোর নির্দেশ দেন। পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন, তবে এখনও পর্যন্ত তিনি সংবাদমাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ধারনা করছে, এই হামলার পেছনে রাজনৈতিক বা ব্যবসায়িক কোনো শত্রুতা থাকতে পারে, তবে বিষয়টি স্পষ্ট হয়নি।
এদিকে, স্থানীয়রা জানিয়েছেন, আততায়ীরা হেলমেট পরে এবং মুখে কাপড় বাঁধা অবস্থায় ছিল। রাজনৈতিক কারণে এই হামলা হওয়া সম্ভব বলে এলাকাবাসীর ধারণা। পুলিশ এই হত্যাকাণ্ডের প্রকৃতি অনুসন্ধান করতে তৎপর হয়েছে।