উত্তর দিনাজপুরের ইসলামপুরে সরকারি গোডাউন থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ লক্ষ বই চুরি যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চুরি যাওয়া বইগুলোর মূল্য প্রায় ৩ কোটি টাকা। এই ঘটনা প্রকাশ্যে আসার পর জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। বিচারপতি নির্দেশ দিয়েছেন, উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক স্কুল শিক্ষা সংসদকে আগামী তিন সপ্তাহের মধ্যে একটি বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে। চুরি যাওয়া বইগুলোর কত অংশ উদ্ধার হয়েছে, তাও জানাতে বলা হয়েছে।
২০২২ সালে ইসলামপুরের এসআই অফিস সংলগ্ন একটি সরকারি গোডাউন থেকে বইগুলো চুরি হয়। মামলাকারীরা অভিযোগ করেন, তদন্ত যথাযথভাবে এগোয়নি। সিবিআই তদন্তের দাবি জানানো হয়। পুলিশ জানায়, এই ঘটনায় দু’জন অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে এবং গ্রেপ্তারও করা হয়েছে। তবে কলকাতা হাইকোর্টের মতে, এত বড় পরিমাণ বই দু’জনের পক্ষে চুরি করা সম্ভব নয়। হাইকোর্টে মামলাকারীদের পক্ষ থেকে জানানো হয়, এখনও পর্যন্ত সমস্ত বই উদ্ধার হয়নি, এবং ছাত্রছাত্রীরা নতুন বই পেয়েছে কিনা, সে বিষয়েও সংশয় রয়েছে। হাইকোর্টের পর্যবেক্ষণ, এই ঘটনার পিছনে বড় ষড়যন্ত্র থাকতে পারে।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নভেম্বর মাসে চার্জশিট দাখিল করা হয়েছে এবং অনেক বই উদ্ধার করা হয়েছে। তবে কত বই উদ্ধার হয়েছে এবং ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়েছে কিনা, তার সুনির্দিষ্ট রিপোর্ট আগামী দিনে আদালতে জমা দিতে হবে। হাইকোর্টের নির্দেশে মামলাটি নতুন করে গুরুত্ব পাচ্ছে।