শিক্ষক–শিক্ষিকাদের বদলির সুবিধার্থে চালু হওয়া রাজ্য সরকারের ‘উৎসশ্রী’ পোর্টালের কার্যকারিতা নিয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ আগামী ২১ জানুয়ারির মধ্যে রাজ্য সরকারকে এই পোর্টালের সাম্প্রতিক অবস্থা জানিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। রাজ্য সরকারের এই পোর্টাল চালুর পর থেকেই বিভিন্ন সমস্যা এবং অভিযোগ উঠতে থাকে। শিক্ষক–শিক্ষিকাদের একাংশের অভিযোগ, দীর্ঘ সময় ধরে আবেদন করার পরও বদলির সুরাহা হচ্ছে না। ফলে বাধ্য হয়ে তাঁরা আইনের দ্বারস্থ হয়েছেন।
২০২২ সালে ‘উৎসশ্রী’ পোর্টালে বদলির আবেদন করেন নদিয়ার জামশেরপুরের শিক্ষিকা অপরূপা পাঠক। তিনি উত্তর ২৪ পরগনার কোনও স্কুলে বদলি চেয়েছিলেন। তবে আড়াই বছর কেটে গেলেও তাঁর আবেদন কার্যকর হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পর তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেন। তাঁর অভিযোগ, ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর আবেদন করলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। গতকাল মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্য সরকারের কাছে জানতে চান, কেন পোর্টালের কার্যকারিতা এখনও প্রশ্নের মুখে? পাশাপাশি ‘উৎসশ্রী’ পোর্টালের বর্তমান অবস্থা এবং রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দেন তিনি।
এই পরিস্থিতিতে ‘উৎসশ্রী’ পোর্টাল নিয়ে শিক্ষকমহলে ক্ষোভ বাড়ছে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখন দেখার। রাজ্যের কাছে দাখিল হওয়া রিপোর্টের ভিত্তিতে হাইকোর্ট পরবর্তী সিদ্ধান্ত নেবে।