২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) ব্যক্তিগত ঋণ প্রদানের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর করেছে। এখন থেকে ঋণদাতাদের ‘ক্রেডিট ব্যুরো রেকর্ড’ আপডেট করার সময়সীমা ৩০ দিন থেকে কমিয়ে ১৫ দিন করা হয়েছে। আরবিআইয়ের মতে, এই নিয়মের ফলে ঋণদাতারা ঋণগ্রহীতাদের সাম্প্রতিক আর্থিক তথ্য আরও দ্রুত এবং সঠিকভাবে জানতে পারবেন। এর আগে ২০২৪ সালের অগস্টে আরবিআই এই পরিবর্তনের ঘোষণা করেছিল এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে তা কার্যকর করার সময়সীমা বেঁধে দেয়। বিশেষজ্ঞদের মতে, এই নতুন নিয়ম ঋণ প্রদানের ঝুঁকি কমাবে এবং পুরো ঋণ ব্যবস্থাকে আরও স্বাস্থ্যবান ও মজবুত করবে।
নতুন নিয়ম চালুর ফলে একাধিক ঋণ পাওয়ার সুযোগ কমবে, কারণ দ্রুত আপডেট হওয়া তথ্য ঋণগ্রহীতার প্রকৃত আর্থিক অবস্থার চিত্র স্পষ্ট করবে। ফলে ঋণদাতারা আরও সাবধানী হয়ে সিদ্ধান্ত নিতে পারবে। এই প্রসঙ্গে আরবিআই একটি পৃথক রিপোর্টে জানায়, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ‘গোল্ড লোন’-এর পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে গোল্ড লোন সম্পর্কিত কিছু ‘সুপারভাইজড এনটিটি’-র অনিয়ম নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আরবিআই ইতিমধ্যেই সেই সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছে।
বিশেষজ্ঞদের মতে, নতুন নিয়মের ফলে ব্যক্তিগত ঋণ প্রদানের প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে। ঋণদাতারা ঝুঁকি এড়াতে আরও সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, যা ভারতীয় ঋণ ব্যবস্থার কাঠামোকে আরও মজবুত করবে। পাশাপাশি গোল্ড লোন সংক্রান্ত অনিয়মও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।