কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে সিবিআই সর্বোচ্চ শাস্তি চেয়েছে। শুক্রবার শিয়ালদা আদালতে সিবিআই তাদের যুক্তি পেশ করে। বায়োলজিক্যাল নমুনা, সিসিটিভি ফুটেজ, এবং ৫৪ জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে সিবিআই দাবি করেছে যে এই অপরাধের একমাত্র অভিযুক্ত সঞ্জয়। ২০২৪ সালের ৯ অগাস্ট রাতে আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে সঞ্জয় রায়ের বিরুদ্ধে। কলকাতা পুলিশ প্রথমে তাকে গ্রেফতার করলেও পরে তদন্তের দায়িত্ব নেয় সিবিআই। প্রাপ্ত তথ্য এবং ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, নির্যাতিতার শরীর থেকে পাওয়া ডিএনএ সঞ্জয়ের সঙ্গে মিলে যায়। অভিযুক্তের পোশাক ও জুতো থেকে পাওয়া রক্তের নমুনাও নির্যাতিতার বলে প্রমাণিত হয়।
সিবিআইয়ের পক্ষে আদালতে জানানো হয়, এই অপরাধ “বিরলের মধ্যে বিরলতম”। তাই অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসি, হওয়া উচিত। এই মামলায় সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণিত তথ্য সিবিআই আদালতে পেশ করেছে। সিবিআই আরও জানায়, বিশেষজ্ঞদের একটি টিমও সঞ্জয় রায়কে এই অপরাধের একমাত্র দোষী বলে চিহ্নিত করেছে। বিচারক রুদ্ধদ্বার কক্ষে অভিযুক্তের উপস্থিতিতে এই বিষয়গুলি বিবেচনা করেছেন। আগামী সপ্তাহে এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে।
অপরাধের প্রকৃতি ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে আইনজীবীরা মনে করছেন, অভিযুক্তের ফাঁসির শাস্তি হওয়া সময়ের অপেক্ষা। এই মামলার রায় নিয়ে সমাজের বিভিন্ন স্তরে চরম উত্তেজনা দেখা দিয়েছে।