ঘুষ কেলেঙ্কারি নিয়ে এবার বড় ধাক্কা গৌতম আদানি এবং তার সংস্থার। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালত আদানি গোষ্ঠীর বিরুদ্ধে একই সঙ্গে দেওয়ানি ও ফৌজদারি মামলা চালানোর নির্দেশ দিয়েছে। বিচারক নিকোলাস জি গারাফিস এই নির্দেশ দেন।
রিপোর্ট অনুযায়ী, আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মার্কিন বিচার বিভাগ (DOJ) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC) অভিযোগ করেছে, আদানি গ্রিন এনার্জিস অন্ধ্রপ্রদেশসহ ভারতের কয়েকটি রাজ্যের সরকারি আধিকারিকদের ঘুষের প্রস্তাব দিয়ে সৌরবিদ্যুৎ সরবরাহের চুক্তি পায়। অভিযোগে বলা হয়েছে, ভারতীয় আধিকারিকদের ২৬.৫ কোটি ডলারের ঘুষের প্রতিশ্রুতি দেওয়া হয়, যার মাধ্যমে আদানি গোষ্ঠী ২০ বছরে প্রায় ২০০ কোটি ডলার মুনাফা করার পরিকল্পনা করেছিল। এছাড়াও, বাজার দরের তুলনায় বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে।
মার্কিন আদালতে দায়ের হওয়া মামলায় সিকিউরিটিজ জালিয়াতি, অনলাইন লেনদেন জালিয়াতি এবং ফরেন কোরাপ্ট প্র্যাক্টিসেস অ্যাক্ট (FCPA) লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। যদিও আদানি গোষ্ঠী শেয়ার বাজারে জমা দেওয়া ফাইলিংয়ে দাবি করেছে, গৌতম আদানির বিরুদ্ধে সরাসরি ঘুষের অভিযোগ প্রমাণিত হয়নি। তবে রিপোর্টের দাবি, আদানি গোষ্ঠী মার্কিন ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে বিপুল অর্থ তোলে। ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে এই চুক্তিগুলো হয় বলে অভিযোগ। মার্কিন বিচার বিভাগ এই মামলাকে গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছে।
আদানির বিরুদ্ধে এই মামলার জেরে তার সংস্থার বাজারমূল্যে ধাক্কা লাগতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। যদিও আদানি গোষ্ঠী তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
