হায়দরাবাদে বিজয় হাজারে ট্রফির ই-গ্রুপের ম্যাচে দুর্বল বিহারের বিরুদ্ধে সহজ জয় তুলে নিল বাংলা। শুক্রবার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক সুদীপ ঘরামি। বিহার ৪৯ ওভারে ২৩৫ রানে অল-আউট হয়ে যায়। বিহারের পক্ষে পীযূষ সিং সর্বোচ্চ ৮৯ রান করেন। তার ১১২ বলের ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি। বৈভব সূর্যবংশী ১৬ বলে ২৬ রান এবং বিপিন সৌরভ ৪৪ বলে ৩৪ রান করেন। বাংলার বোলারদের মধ্যে প্রদীপ্ত প্রামাণিক ছিলেন সবচেয়ে সফল, তিনি ১০ ওভারে ৩৪ রান দিয়ে ৩টি উইকেট নেন। মুকেশ কুমার ও করণ লাল ২টি করে উইকেট দখল করেন। মহম্মদ শামি ৮ ওভারে ২৮ রান দিয়ে একটি উইকেট দখল করেন।
২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলা ৪২.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৯ রান তুলে জয় নিশ্চিত করে। দলের অধিনায়ক সুদীপ ঘরামি অসাধারণ শতরান করেন। ১২৮ বলে অপরাজিত ১০৭ রানের ইনিংসে ছিল ১৩টি চার ও একটি ছক্কা। অভিষেক পোড়েল ৫৩ বলে ৫৫ রান করেন। করণ লাল ৩৯ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলে জয় নিশ্চিত করেন। বিহারের হয়ে সূরজ কাশ্যপ ও হিমাংশু সিং দুটি করে উইকেট নেন। ম্যাচের সেরা নির্বাচিত হন বাংলার অধিনায়ক সুদীপ ঘরামি।
এই জয়ের মাধ্যমে গ্রুপ পর্যায়ে আরও শক্তিশালী জায়গা করে নিল বাংলা। পরের ম্যাচেও তারা ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে মাঠে নামবে।