দেউচা–পাঁচামি কয়লাখনি প্রকল্পে কাজের অগ্রগতিতে বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে দ্রুত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার বীরভূমে পৌঁছালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং পিডিসিএল-এর সচিব পিবি সেলিম। বোলপুর স্টেশনে নেমেই প্রশাসনিক কর্তারা মহম্মদবাজার বিডিও অফিসের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়, যেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে মুখ্যসচিব ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়, এডিজি (পশ্চিমাঞ্চল) অশোক প্রসাদ, ডিআইজি (বর্ধমান রেঞ্জ) শ্যাম সিং এবং জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি প্রকল্প দেউচা–পাঁচামির সফল বাস্তবায়ন হলে উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ একধাক্কায় অনেকটা বৃদ্ধি পাবে। তবে জমি অধিগ্রহণ ও চাকরির প্রতিশ্রুতি নিয়ে স্থানীয় আদিবাসীদের মধ্যে কিছু অভিযোগ রয়েছে। এই সমস্যা সমাধানের জন্য বৈঠকের পর প্রশাসনিক কর্তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। মুখ্যসচিব মনোজ পন্থ বৈঠক শেষে সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুত কাজ এগিয়ে নেওয়ার জন্যই এই সফর। জমি অধিগ্রহণ ও অন্যান্য অভিযোগ খতিয়ে দেখে একটি রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।
উল্লেখ্য, এক বছর পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এই অবস্থায় কোনও বড় প্রকল্প আটকে থাকুক তা চান না মুখ্যমন্ত্রী। তাই দেউচা–পাঁচামি প্রকল্প দ্রুত বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।