জনপ্রিয় চরিত্র একেন বাবু ফিরছেন তার নতুন অভিযানে। এবার তার গন্তব্য পুরী। ‘একেনবাবু’ সিরিজের এই প্রথম শ্রীক্ষেত্র ভ্রমণের গল্প নিয়ে হাজির হচ্ছেন অনির্বাণ চক্রবর্তী। তবে, অভিনেতার জন্য এটি প্রথম পুরী সফর নয়। বহু বছর আগে তিনি পুরী গিয়েছিলেন, যদিও সেই স্মৃতি আজ ধূসর। পুরীর শ্যুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে অনির্বাণ জানান, “অনেক বছর পর পুরী গেলাম। সমুদ্র আমার খুব পছন্দের নয়, তাই সেখানে বেশি যাওয়া হয়নি। কাজের সূত্রে যাওয়ার এই সুযোগটা দারুণ ছিল।” শ্যুটিংয়ের ব্যস্ততার মধ্যেও অনির্বাণ এবং টিম অনেক মজা করেছেন, তবে সেই অভিজ্ঞতা ‘রহস্যই’ রেখে দিলেন অভিনেতা।
পুরী মানেই বিখ্যাত পখালা ভাত, আলুর দম, দই বড়া। কিন্তু বাস্তব জীবনের অনির্বাণ ‘একেন’-এর মতো খাদ্যরসিক নন। তিনি বলেন, “আমরা খুব ব্যস্ত সিডিউলে কাজ করি। তাছাড়া স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা জরুরি। অসুস্থ হলে কাজের ক্ষতি হবে।” ফলে ওড়িশার খাবার চেখে দেখার সুযোগ খুব একটা পাননি তিনি। এই নতুন সিরিজে একেন বাবু ভক্তদের জন্য থাকছে বিশেষ চমক। তবে একেনের রহস্যময় ‘খুকু’র দেখা কি মিলবে? অনির্বাণ জানান, “খুকু আমাদের লুকিয়ে রাখা চরিত্র। দর্শক যেন নিজের মতো করে তাকে কল্পনা করতে পারেন। সরাসরি দেখালে সেই মজাটা হারিয়ে যাবে।”
পুরী অভিযানে একেনের নতুন রহস্য সমাধান এবং অনির্বাণের অনবদ্য অভিনয় দর্শকদের যে দারুণ আনন্দ দেবে, তা স্পষ্ট করেই জানিয়েছেন অভিনেতা। এবার অপেক্ষা একেনের নতুন অভিযান দেখার।