তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে এমন মন্তব্য করেছেন, যা নিয়ে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতার নেতৃত্বের প্রশংসা করতে গিয়ে কুণাল সরাসরি তাঁর তুলনা করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে। উত্তর কলকাতায় কংগ্রেস নেতা সোমেন মিত্রের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে কুণাল ঘোষ বলেন, “কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের স্পিরিটকে মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে। আজও মানুষ কংগ্রেস থেকে মমতাকে বহিষ্কারের সিদ্ধান্তকে সমর্থন করতে পারেননি।”
তাঁর মন্তব্য এখানেই থামেনি। তিনি বলেন, “নেতাজি সুভাষচন্দ্র বসুও আলাদা দল গড়ার পর দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি ঐতিহাসিক বিপ্লবী ছিলেন, কিন্তু সংসদীয় রাজনীতিতে তাঁর দল প্রতিষ্ঠা ব্যর্থ হয়। সেই তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সফল নেত্রী, যিনি নতুন দল গড়ে বাম জমানার পতন ঘটিয়েছেন।” কুণাল আরও যোগ করেন, “বাংলায় আলাদা দল গড়ে প্রণব মুখোপাধ্যায় বা অন্য কেউ সফল হতে পারেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই অসম্ভবকে সম্ভব করেছেন। মানুষ তাঁকে মর্যাদা দিয়েছেন এবং তাঁর নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছেন।”
কুণালের এই মন্তব্যে কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি ক্ষোভ প্রকাশ করেছে। কেউ কেউ বলেছেন, নেতাজির সঙ্গে মমতার তুলনা টানা অনুচিত। আবার তৃণমূল সমর্থকদের মধ্যে কুণালের মন্তব্যকে মমতার প্রতি সম্মান হিসেবে দেখা হচ্ছে।
এই বক্তব্য ঘিরে বিতর্কের জেরে রাজ্যের রাজনীতি নতুন করে সরগরম হয়ে উঠেছে।