আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের উপর নজরদারি দাবি জানিয়ে এবার সুপ্রিম কোর্টে যেতে চলেছেন নির্যাতিতার বাবা-মা। তাঁরা চাইছেন, কলকাতা হাই কোর্টের তত্ত্বাবধানে তদন্তের প্রক্রিয়া সম্পন্ন হোক, যাতে তদন্তে কোনও অসঙ্গতি থাকলে তা আদালতে তুলে ধরা যায়। শীর্ষ আদালতে তাঁদের হয়ে মামলাটি পরিচালনা করবেন আইনজীবী করুণা নন্দী। আজ অথবা আগামীকাল মামলাটি দায়ের হওয়ার সম্ভাবনা।
নির্যাতিতার বাবার দাবি, “আমরা নতুন তদন্ত চাই না, বরং আরও বিস্তারিত তদন্ত চাইছি। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে বলে সন্দেহ। তাঁদের খুঁজে বের করা হোক।” সিবিআই সম্প্রতি দাবি করেছে, অভিযুক্ত সঞ্জয় রায় একাই এই অপরাধের মূল হোতা। তবে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির (সিএফএসএল) রিপোর্টে উঠে এসেছে বেশ কিছু সন্দেহজনক তথ্য। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নির্যাতিতার যোনিদ্বার ও স্তনবৃন্ত থেকে মেলা ডিএনএ নমুনায় একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। এমনকি, কিছু নমুনায় এক মহিলার ডিএনএর উপস্থিতির ইঙ্গিতও পাওয়া গিয়েছে।
নির্যাতিতার পরিবারের দাবি, একজনের পক্ষে এমন জঘন্য অপরাধ সম্ভব নয়। তাঁরা ৫৭ পৃষ্ঠার বয়ানে আদালতে জানিয়েছেন, আরও তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করা হোক। এই প্রেক্ষিতে হাই কোর্টে আবেদন করলেও তা খারিজ করে দেওয়া হয়। বিচারপতি পর্যবেক্ষণ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশেই তদন্ত চলছে। এই পরিস্থিতিতে নির্যাতিতার পরিবার এবার সরাসরি সুপ্রিম কোর্টে গিয়েছে।
সিবিআই ইতিমধ্যেই সঞ্জয়ের বিরুদ্ধে ফাঁসির আবেদন জানালেও, ফরেন্সিক রিপোর্টের নতুন তথ্য একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। ফলে আরজি কর কাণ্ডে আরও চমকপ্রদ মোড় আসতে পারে বলে ধারণা।