দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের মৈপীঠের বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্ত পল্লি ও কিশোরীমোহনপুর এলাকায় বাঘের উপস্থিতি ঘিরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, জঙ্গল লাগোয়া এই এলাকায় গত কয়েকদিন ধরে রয়্যাল বেঙ্গল টাইগার ঘুরে বেড়াচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, বাঘটি মাকড়ি নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে।
বন দফতরের কর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর জানিয়েছেন, বাঘটি বর্তমানে আজমলমারি-১১ গভীর জঙ্গলে ফিরে গিয়েছে। তবে এর আগে বাঘের খোঁজ করতে গিয়ে বনকর্মীরা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। বাঘের পায়ের ছাপ এবং গর্জনের সূত্র ধরে জাল দিয়ে এলাকা ঘিরে ফেললেও সেটি ধরতে পারেননি। এমনকি খাঁচায় মাংসের টোপ দিলেও বাঘ তাতে সাড়া দেয়নি।
মঙ্গলবার সকালে বাঘের পায়ের ছাপ উত্তর জগদ্দল লাগোয়া নদীর ধারে পাওয়া যায়। বন দফতর এলাকায় বাজি ফাটিয়ে বাঘটিকে তাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটি কাজ দেয়নি। স্থানীয়দের মতে, নদীর পাড়ে ফেলা একটি মৃত গবাদি পশুর গন্ধেই বাঘটি গ্রামে চলে আসে।
বনকর্মীদের একজন জানিয়েছেন, জাল দিয়ে এলাকা ঘেরার সময় বাঘের সামনে পড়ে যাওয়ায় তাকে পালিয়ে আসতে হয়। বন দফতরের প্রাথমিক ধারণা, ক্ষুধার্ত থাকায় বাঘটি লোকালয়ে প্রবেশ করেছিল।
বন দফতরের বিভাগীয় কর্মকর্তা নিশা গোস্বামী জানান, ৬ জানুয়ারি সকালে গ্রামে বাঘের প্রবেশের খবর পাওয়া যায়। এরপর থেকেই কুলতলি এলাকায় নজরদারি চালানো হয় এবং বাঘটিকে ধরার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। তবে বর্তমানে বাঘটি জঙ্গলে ফিরে যাওয়ায় গ্রামবাসীরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন।
