মাঘের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আবহাওয়া থাকবে শুষ্ক। আগামী বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও আকাশ পরিষ্কার থাকবে। শীতের মৃদু আমেজের মধ্যেই দিন কাটবে দক্ষিণবঙ্গের মানুষজনের।
আজ বুধবার কলকাতার আকাশ থাকবে মূলত পরিষ্কার। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি কম। মঙ্গলবারের তুলনায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১.২ ডিগ্রি হ্রাস পেয়েছে। তবে আর্দ্রতার পরিমাণ স্বাভাবিক থাকার কারণে ঠান্ডা হাওয়া তেমন অনুভূত হবে না। দিনের বেলায় রোদ ঝলমলে পরিবেশ বজায় থাকবে, ফলে নাগরিকরা দিনের কাজে কোনও অসুবিধার সম্মুখীন হবেন না। রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমলেও সেটি খুব বেশি উল্লেখযোগ্য নয়।
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় কোনও পরিবর্তন না হলেও শুষ্ক পরিবেশের কারণে বৃষ্টির অভাব জনজীবনে খানিক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে চাষের ক্ষেত্রে মাঘ মাসে বৃষ্টির অভাব কিছুটা চিন্তার কারণ হতে পারে। তবে শহরাঞ্চলে এই শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া দিনের কাজকর্ম ও উৎসবমুখর পরিবেশে কোনও বাধা দেবে না।