বৃহস্পতিবার সকাল থেকেই যেন ঝড় বয়ে গিয়েছে পতৌদি পরিবারে। এবার এই নিয়ে সকলের কাছে একটা অনুরোধ করলেন সইফ পত্নী করিনা কাপুর খান। বৃহস্পতিবার হঠাৎই সকাল-সকাল উত্তাল হয়ে ওঠে বডি পাড়া। বুধবার রাত ২টো নাগাদ সইফ আলি খানের বান্দ্রার বাড়িতে এত ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে। বলিউডের এই জনপ্রিয় অভিনেতাকে একের পর এক ছুড়ির কোপ মারে অজ্ঞাত পরিচয় এক দুষ্কৃতী। সারাদিন ধরে রীতিমতো এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায়। পাপারাজ্জিদের দিকেও অনেকেই অভিযোগের আঙুল তুলেছেন।
অনেকেই মনে করছেন, সেলিব্রিটির দিকে সারাক্ষণ ক্যামেরা ধরে থাকার কারণেই তাদের গোপনীয়তা ভঙ্গ হচ্ছে। যার কারণেই এমন কাণ্ড ঘটে গিয়েছে সইফ আলী খানের সঙ্গে। বুধবার রাতে পার্টি থেকে বাড়ি ফিরে ঘুমাচ্ছিলেন করিনা। তখনই ঘটে যায় এই কান্ড। তারপর থেকে একবার বাড়ি আর হাসপাতাল করতে হচ্ছে। অবশেষে এবার সকলের উদ্দেশ্যে এক বার্তা রাখলেন সইফ পত্নী। পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।
নিজের পোষ্টে করিনা লেখেন,“আমাদের পরিবারের জন্য এটা একটা ভয়ঙ্কর দিন। এখনও পুরো বিষয়টা আমাদের বোধগম্যই হচ্ছে না। এমনটা ঘটেছে তা মেনে নিতে সময় লাগছে। আমি পাপারাজ্জি এবং সকল সংবাদমাধ্যমকে অনুরোধ জানাব নানা অনুমান করা যেন বন্ধ করে।” সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন করিনা।
করিনার কথায়, “এ যেন আমাদের খ্যাতির বিড়ম্বনা। আমাদের ভালবাসার জন্য ধন্যবাদ। কিন্তু সারাক্ষণ আমাদের ছবি তোলা আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তার ভিডিয়ো পোস্ট করা তা আমাদের জীবনের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।” এই দুঃসহ পরিস্থিতিতে তাদের আপাতত একা ছেড়ে দেওয়ার কথাই জানিয়েছেন তিনি। আপাতত সইফ যাতে সুস্থ হয়ে ওঠে সেদিকেই লক্ষ্য সকলের।