অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-৩ ফলে হারার পর ক্রিকেটারদের শৃঙ্খলা ফেরাতে কড়া নির্দেশিকা জারি করেছে বিসিসিআই। জাতীয় দলে খেলতে গেলে এবার থেকে ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করা হয়েছে। সেই সঙ্গে আরও কিছু কড়া নিয়ম জারি করা হয়েছে, যা মানতে হবে প্রত্যেক খেলোয়াড়কে।
বোর্ডের নির্দেশিকায় বলা হয়েছে, ক্রিকেটাররা আর ব্যক্তিগতভাবে ট্রেনিংয়ে অংশ নিতে পারবেন না। গোটা সিরিজ জুড়ে পরিবার বা ব্যক্তিগত সঙ্গী রাখা যাবে না। স্ত্রী বা সন্তানের সঙ্গে দুই সপ্তাহের বেশি সফরে থাকা নিষিদ্ধ। খেলোয়াড়দের ফোকাস শুধুমাত্র ক্রিকেটে রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড।
এছাড়াও বোর্ড জানায়, ব্যক্তিগত ম্যানেজার, নিরাপত্তা কর্মী বা রান্নার লোক সঙ্গে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও অনুমতির প্রয়োজন হবে। নিয়ম না মানলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে আইপিএলে নিষেধাজ্ঞা ও ম্যাচ ফি কেটে নেওয়ার মতো শাস্তির কথা উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি, বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো তারকারা রঞ্জি ট্রফি এড়িয়ে যান, যা নিয়ে সমালোচনা হয়। এরপরই বোর্ড স্পষ্ট জানায়, জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকতে গেলে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ আবশ্যক।
বিসিসিআইয়ের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল দলের মধ্যে ঐক্যতা ও শৃঙ্খলা বজায় রাখা। বোর্ডের মতে, কোনও খেলোয়াড় প্রতিষ্ঠানের ঊর্ধ্বে নয়।
নতুন নিয়ম কার্যকর করতে যোগাযোগ করতে হবে অজিত আগরকর ও গৌতম গম্ভীরের সঙ্গে। বোর্ডের এই সিদ্ধান্ত খেলোয়াড়দের দায়িত্বশীলতা বাড়ানোর পাশাপাশি জাতীয় দলের জন্য মানসিক ও শারীরিক প্রস্তুতিতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।