মেয়াদ শেষের আগের দিন, ১৬ জানুয়ারি, শেষবার সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন। তবে এই সম্মেলন বিতর্কে জড়িয়ে যায়, যখন এক সাংবাদিক তাঁকে ‘ক্রিমিনাল’ বলে অপমান করেন। সাংবাদিক স্যাম হুসেন সরাসরি ব্লিনকেনকে বলেন, “তোমার জায়গা হ্যাগে হওয়া উচিত,” যেখানে আন্তর্জাতিক আদালত অবস্থিত।
গাজা যুদ্ধ এবং বাইডেন প্রশাসনের নীতির সমালোচনাতেই এই তীব্র আক্রমণ করা হয়। জানা গিয়েছে, ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলাকে কেন্দ্র করেই এই ক্ষোভ প্রকাশ করেন স্যাম। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, নিরাপত্তারক্ষীরা তাঁকে কনফারেন্স রুম থেকে জোর করে বের করে দিচ্ছেন। বের হওয়ার সময়ও স্যাম ব্লিনকেনকে উদ্দেশ করে বলেন, “তুমি ক্রিমিনাল, তুমি হ্যাগে কেন নেই?”
এই ঘটনার আগে সাংবাদিক সম্মেলনে ব্লিনকেনকে একাধিক কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়। সাংবাদিক ম্যাক্স ব্লুমেন্থাল প্রশ্ন তোলেন, “যদি শান্তিচুক্তি আগে থেকেই ছিল, তাহলে গাজায় বোমাবাজি কেন আটকানো হয়নি?”
বাইডেন প্রশাসনের গাজা যুদ্ধকালে ইজরায়েলকে অস্ত্র ও কূটনৈতিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ব্লিনকেন। ওয়াশিংটনে তাঁর বাসভবনের সামনে দীর্ঘদিন ধরে বিক্ষোভ হয়েছে। প্রতিবাদীরা তাঁর গাড়িতে লাল রংও ছুঁড়ে মেরেছেন।
ব্লিনকেন প্রতিক্রিয়ায় বলেন, “ইজরায়েল নিজেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে কি না, তা নিয়ে তদন্ত করছে। এটি গণতন্ত্রের ইতিবাচক দিক।” তবে তাঁর মন্তব্য সমালোচকদের সন্তুষ্ট করতে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।