কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর এসেছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশনের অনুমোদন দিয়েছে। এর ফলে ৪৯ লক্ষ কর্মচারী ও ৬৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। অন্যদিকে, রাজ্যের সরকারি কর্মীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আটকে রয়েছেন।
কেন্দ্রে মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধি পেয়ে ৫৩ শতাংশে পৌঁছেছে। তবে রাজ্যে কর্মচারীরা এখনও মাত্র ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। এই ফারাক ক্রমশ বেড়েই চলেছে। ২০২৩-এর বড়দিনে রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করলেও ২০২৪-এ কোনও ঘোষণা আসেনি। ডিএ আন্দোলনকারীদের দাবি, প্রাপ্য ৩৯ শতাংশ ডিএ রাজ্য সরকারকে দিতে হবে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় মমতা সরকারকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন,ঋণে জর্জরিত রাজ্য সরকার নতুন বেতন কমিশন তো দূর, প্রাপ্য ডিএ পর্যন্ত দিতে পারছে না। কেন্দ্রীয় ও রাজ্য কর্মীদের বেতনের ফারাক আরও বাড়ছে।
পশ্চিমবঙ্গে ১৯৭০ সালের পে কমিটি গঠনের পর থেকে রাজ্য সবসময় কেন্দ্রের চেয়ে পিছিয়ে থেকেছে। বর্তমানে কেন্দ্রে সপ্তম এবং রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর। এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যে অষ্টম বেতন কমিশন চালু করা হবে এবং শীঘ্রই এর জন্য চেয়ারম্যান ও সদস্য নিয়োগ করা হবে।
রাজ্যের সরকারি কর্মচারীরা মুখ্যমন্ত্রীর নীরবতায় হতাশ। তবে সরকারের ঋণভার এবং পুরোনো কাঠামোর জন্য সমস্যার সমাধান এখনও অস্পষ্ট।