কলকাতার সাংস্কৃতিক মঞ্চে এবার এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী থাকলেন দর্শকরা। সম্প্রতি শহরে উপস্থিত ছিলেন খ্যাতনামা পরিচালক, চিত্রনাট্যকার ও নাট্যব্যক্তিত্ব অনন্ত মহাদেবন। তাঁর আসার মূল উদ্দেশ্য ছিল তাঁর প্রশংসিত নাটক নাথুরাম গডসে কো মরনা হোগা-র মঞ্চস্থ করা। ‘অনামিকা কলা সঙ্গম’-এর উদ্যোগে কলকাতার কলামন্দিরে এই নাটকটি প্রদর্শিত হয়, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন স্বয়ং অনন্ত।
এই নাটকে মহাত্মা গান্ধী এবং নাথুরাম গডসের মধ্যকার মতাদর্শগত বিরোধকে তুলে ধরা হয়েছে, যা জাতীয় স্তরে প্রশংসিত হয়েছে। নিজেই অভিনয় সম্পর্কে তিনি বলেন, “৪০ বছর ধরে থিয়েটার করছি, কিন্তু এই নাটকে একদিকে গান্ধী এবং ১৫ মিনিটের মধ্যেই মেকআপ বদলে তরুণ চরিত্রে অভিনয় করা ছিল এক বিশেষ চ্যালেঞ্জ।”
কলকাতায় আসার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল তাঁর হিন্দি ছবি দ্য স্টোরিটেলার*-এর মুক্তি প্রসঙ্গে আলোচনা। সত্যজিৎ রায়ের ছোটগল্প তারিণীখুড়োঅবলম্বনে নির্মিত এই ছবি পরিচালনা করেছেন অনন্ত মহাদেবন। শীঘ্রই Disney+ Hotstar-এ মুক্তি পেতে চলেছে ছবিটি। এই ছবিতে সত্যজিৎ রায়ের ধ্রুপদী গল্পকে আধুনিক পরিপ্রেক্ষিতে উপস্থাপন করা হয়েছে।
অনন্তের মতে, থিয়েটার এবং সিনেমার মাধ্যমে ভিন্নধর্মী গল্প বলা তাঁর বরাবরের লক্ষ্য। নাটক ও সিনেমার এই যুগল মঞ্চে কলকাতা দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছেন তিনি। তাঁর বক্তব্যে ফুটে উঠল কলকাতার সংস্কৃতিমনা দর্শকদের প্রতি কৃতজ্ঞতাবোধ এবং ভবিষ্যতে আরও এমন কাজ করার ইচ্ছা।
থিয়েটারের জগৎ থেকে সিনেমার পর্দা—অনন্ত মহাদেবন নিঃসন্দেহে দুই ক্ষেত্রেই নতুন দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।