মঙ্গলবার মালদার ইংরেজবাজারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর হাসপাতালের ধর্ষণ ও হত্যাকাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে অসন্তোষ প্রকাশ করে, কলকাতা হাইকোর্টে ফাঁসির সাজার দাবি নিয়ে মামলা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী সভা থেকে বলেন, ‘‘এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। যাবজ্জীবনে প্যারোলে বেরিয়ে অপরাধীরা আবার অন্যায় করে। এমন অপরাধ ক্ষমার যোগ্য নয়।’’
তিনি জানান, রাজ্যের পক্ষ থেকে ধর্ষণের মতো জঘন্য অপরাধ রুখতে ‘অপরাজিতা বিল’ বিধানসভায় পাশ করানো হয়েছে। কিন্তু এই বিল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য আটকে রেখেছে কেন্দ্র। মমতার বক্তব্য, ‘‘এই বিল দেশের মডেল হওয়া উচিত। কিন্তু কেন্দ্র আমাদের উদ্যোগকে বাধা দিচ্ছে। কেউ পাশবিক হলে সমাজ কীভাবে মানবিক হবে?’’
ধর্ষণ ও নারী নির্যাতন রুখতে কঠোর পদক্ষেপের পক্ষে সওয়াল করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কিছু ক্ষেত্রে অপরাধীদের কঠোর শাস্তি দিতেই হবে। নাহলে অপরাধ করার প্রবণতা বাড়বে।’’ তিনি আরজি কর মামলার রায়ের পরিপ্রেক্ষিতে প্রশ্ন তোলেন, ‘‘কীভাবে বলা হয় এটা রেয়ার কেস নয়? এটি একটি স্পর্শকাতর এবং জঘন্য অপরাধ।’’
মুখ্যমন্ত্রী কেন্দ্রের সমালোচনা করে বলেন, ‘‘যারা দাঙ্গা বাঁধায়, তারা অপরাধী। আমরা তাদের কখনোই সমর্থন করি না।’’ একই সঙ্গে তিনি জানান, আইনজীবী হিসেবে ন্যায়বিচারের জন্য তিনি বহু লড়াই করেছেন। বাংলায় ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে তার সরকার সবসময় কঠোর অবস্থানে থাকবে।