ভারতের বিরুদ্ধে আসন্ন সাদা বলের সিরিজের আগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB)। তরুণ ব্যাটসম্যান হ্যারি ব্রুককে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী মাসে ২৬ বছরে পা দেওয়া ব্রুকের জন্য এটি তার কেরিয়ারের একটি বড় মাইলফলক।
২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে ব্রুক নিজেকে দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছেন। তার এই দায়িত্ব প্রাপ্তি ইংল্যান্ড দলে তার ক্রমবর্ধমান গুরুত্বের প্রতিফলন। অধিনায়ক জস বাটলারের সঙ্গে ব্রুকের নতুন ভূমিকা দলের মধ্যে ভারসাম্য আনবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
ইডেন গার্ডেন্সে আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং তারপরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুই দলের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি। এই সফরে ব্রুক দলের সিনিয়র খেলোয়াড় জো রুট, জোফ্রা আর্চার এবং আদিল রশিদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
ভারতের বিপক্ষে এই সিরিজের পর ইংল্যান্ড দল ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের প্রথম ম্যাচ ১৯ ফেব্রুয়ারি। অন্যদিকে, ভারত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলবে।
ইংল্যান্ডের দলে ব্রুক ছাড়াও রয়েছেন রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, ফিল সল্ট, মার্ক উডের মতো প্রতিভাবান খেলোয়াড়রা। এই তরুণ নেতৃত্বের সংমিশ্রণে ইংল্যান্ড দল এবার ভারতের বিরুদ্ধে সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার লক্ষ্য স্থির করেছে।