মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে মালয়েশিয়াকে মাত্র ১৭ বলে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করল ভারত। এ-গ্রুপের ম্যাচে টস জিতে মালয়েশিয়াকে ব্যাট করতে পাঠায় ভারত। ব্যাট করতে নেমে মালয়েশিয়া ১৪.৩ ওভারে মাত্র ৩১ রানে অল-আউট হয়ে যায়।
মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ ৫ রান করেন ওপেনার নূর আলিয়া বিন্তি হাইরুন। একমাত্র বাউন্ডারিটিও আসে তাঁর ব্যাট থেকে। এছাড়া নাজাতুল, সুয়াবিকা এবং নূর আইন বিন্তি রোসলান করেন ৩ রান করে। ভারতের বোলিং আক্রমণের সামনে মালয়েশিয়ার চার ব্যাটার শূন্য রানে আউট হন।
ভারতের হয়ে বৈষ্ণবী শর্মা দুরন্ত পারফর্ম করেন। তিনি ৪ ওভারে ১টি মেডেনসহ মাত্র ৫ রান দিয়ে ৫টি উইকেট নেন। ইনিংসের ১৪তম ওভারে পরপর তিনটি বলে উইকেট নিয়ে ব্যক্তিগত হ্যাটট্রিকও সম্পূর্ণ করেন। আয়ুশি শুক্লা ৩.৩ ওভারে ৮ রানে ৩টি উইকেট নেন। ভিজে যোশিতা ২ ওভারে ১টি মেডেনসহ ৫ রানে ১টি উইকেট দখল করেন।
৩২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ২.৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে। গঙ্গাদি তৃষা ১২ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন, যেখানে ছিল ৫টি চার। জি কমলিনী ৫ বলে ৪ রান করে নট-আউট থাকেন।
ম্যাচের সেরা হন বৈষ্ণবী শর্মা। ১০৩ বল বাকি থাকতে ১০ উইকেটে জয়ের ফলে ভারতীয় দল সুপার সিক্সে জায়গা করে নিল।