ছবির মুক্তির আগেই যেন আলাদা উন্মাদনা ছড়াল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। আগামী ২৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেতে চলা এই ছবির গোটা টিম সম্প্রতি পিকনিকের মেজাজে ধরা দিল। সেখানেই মজার ছলে ঘটল এক অদ্ভুত ঘটনা। ক্রিকেট খেলায় অনির্বাণ চক্রবর্তীকে স্টাম্প আউট করলেন সৃজিত মুখোপাধ্যায়!
আনন্দবাজারের একটি ভিডিয়োতে ধরা পড়েছে সেই মুহূর্ত। ক্রিকেট খেলায় সৃজিতের বলে আউট হন অনির্বাণ। যদিও স্টাম্প আউট আদৌ সঠিক ছিল কি না, তা নিয়ে বিতর্ক জমে ওঠে। তবে সবটাই যে মজা করে, তা স্পষ্ট।
এই পিকনিকের আয়োজন ছিল জমজমাট। খাওয়া-দাওয়া, আড্ডা থেকে শুরু করে কুইজ এবং ক্রিকেট—সবই ছিল তালিকায়। সেখানে উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অনন্যা চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, সুহত্র মুখোপাধ্যায়-সহ ছবির প্রায় সব কলাকুশলী।
ছবিটির প্রসঙ্গে বললে, এটি জনপ্রিয় হিন্দি ছবি ‘এক রুকা হুয়া ফ্যায়সলা’র অবলম্বনে নির্মিত। ছবিতে পরমব্রত, কৌশিক গঙ্গোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, সৌরসেনী মৈত্র প্রমুখকে দেখা যাবে। ছবির ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।
SVF প্রযোজিত এই ছবি নিয়ে কুইজ মাস্টার সৃজিতকে ছবির বিষয়েই নয়, তাঁর পরিচালিত ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ সম্পর্কেও প্রশ্ন করতে দেখা গেছে।
আনন্দ আর উচ্ছ্বাসে মোড়া এই পিকনিক যেন ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর মুক্তির আগে দর্শকদের উত্তেজনা আরও বাড়িয়ে দিল।