সুপারস্টার দেবের নতুন ছবি ‘খাদান’ বক্স অফিসে ঝড় তুলেছে। বাংলা বাণিজ্যিক ছবির ট্র্যাকে ফিরে এই সাফল্যের মাধ্যমে দেব প্রমাণ করেছেন যে বাংলা সিনেমার ভবিষ্যৎ উজ্জ্বল। তবে এই সাফল্য দেব নিজেও প্রত্যাশা করেননি। দেব বলেন, ‘‘এটি শুধু স্বপ্নপূরণ নয়, আমার দায়িত্বও বাড়ল। বাংলা বাণিজ্যিক ছবি যাতে অন্য ভাষার ছবির সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে না থাকে, সেই চেষ্টায় ক্যানভাস আরও বড় করতে হবে।’’
দেবের লক্ষ্য ২০২৭-২৮ সালের মধ্যে বাংলা ছবির বক্স অফিস আয় ৫০-৬০ কোটি ছুঁয়ে ফেলা। তাঁর মতে, ‘‘সাউথ আর মুম্বই ইন্ডাস্ট্রির মতো বাংলা ইন্ডাস্ট্রিও বড় হতে পারে, যদি আমরা একে অপরকে সমর্থন করি। কিন্তু দুঃখের বিষয়, আমরা সাফল্য উদযাপন করি না।’’ দেব বলেন, ‘‘বাঙালিরা একে অপরকে এগোতে দিতে চায় না। এটা বাঙালির ‘কাঁকড়ার জাত’ মানসিকতা।’’
‘খাদান’-এর সাফল্যের সঙ্গে বিতর্কও জুড়েছে দেবের নামের সঙ্গে। তাঁর ফ্যানক্লাবের বিরুদ্ধে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জিনিয়া সেনকে কটাক্ষ করার অভিযোগ উঠলেও, দেব সাফ জানিয়ে দিয়েছেন, ‘‘ভক্তদের কাজের জন্য আমি কীভাবে দায়ী হতে পারি?’’
দেশের মাটিতে ‘খাদান’-এর অভূতপূর্ব সাফল্যের পর এবার আন্তর্জাতিক মঞ্চে ছবিটি মুক্তি পাচ্ছে দুবাইতে। দেবের আশা, দুবাইতেও ‘খাদান’ সমানভাবে দর্শকের ভালোবাসা পাবে। তাঁর আবেদন, বাংলা ছবির এই গৌরব ধরে রাখার জন্য সকলেই যেন শুভকামনা করেন।
দেবের এই পদক্ষেপ বাংলা ছবিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, এমনটাই মনে করছেন ইন্ডাস্ট্রির একাংশ।
