চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নিয়ে বিতর্কে শেষ পর্যন্ত আইসিসির নিয়ম মেনে চলার বার্তা দিল বিসিসিআই। বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতীয় দলের জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো হিসেবে পাকিস্তানের নাম থাকবেই। তিনি বলেন, “আমরা আইসিসির গাইডলাইনের বাইরে যেতে পারব না।”
চ্যাম্পিয়ন্স ট্রফির লোগোতে হোস্ট দেশের নাম উল্লেখ বাধ্যতামূলক। যদিও এশিয়া কাপে এই নিয়ম শিথিল ছিল, কিন্তু আইসিসির টুর্নামেন্টে তা পালন করতেই হবে। আগে শোনা গিয়েছিল, বিসিসিআই পাকিস্তানের নাম ভারতীয় দলের জার্সিতে রাখতে চায় না। তবে নিয়ম ভাঙলে তা আইসিসির সঙ্গে সংঘাত বাড়াত। বর্তমান চিফ জয় শাহের উপর বাড়তি চাপ এড়াতে বিসিসিআই তাই এই সিদ্ধান্ত নিল।
চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৯ মার্চ পর্যন্ত। টুর্নামেন্টটি পাকিস্তান থেকে সরিয়ে হাইব্রিড মডেলে দুবাইতে আয়োজন করা বিসিসিআইয়ের বড় জয় হলেও, পাকিস্তানের নাম জার্সি থেকে বাদ দেওয়া সম্ভব হয়নি।
এখনও স্পষ্ট নয়, উদ্বোধনী অনুষ্ঠানে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানে যাবেন কিনা। ২০০৮ সালের পর ভারতীয় দল পাকিস্তানে পা রাখেনি। বিসিসিআই এই বিষয়ে এখনও আইসিসিকে কিছু জানায়নি।
এর আগে ২০২৩ ওডিআই বিশ্বকাপেও পাকিস্তানের ক্রিকেটাররা ভারতের নাম লেখা জার্সি পরে খেলেছিলেন। তাই এই নিয়ম মেনে চলা ছাড়া বিসিসিআইয়ের হাতে বিকল্প ছিল না। তবে পাকিস্তান বা আইসিসি এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।