তেলঙ্গানার হায়দরাবাদে স্ত্রীর মর্মান্তিক হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাক্তন সেনাকর্মী তথা বর্তমান নিরাপত্তারক্ষী গুরুমূর্তি (৪০) নিজের স্ত্রী পুত্তাবেঙ্কট মাধবীকে (৩৫) খুন করার কথা স্বীকার করেছে। পুলিশি জেরায় সে জানিয়েছে, গত ১৫ জানুয়ারি পারিবারিক ঝগড়ার জেরে মাধবীকে হত্যা করে সে।
অভিযুক্ত স্বীকার করেছে, স্ত্রীকে খুন করে তার দেহাংশ কেটে প্রেসার কুকারে সেদ্ধ করে। পরে মীরপেট লেকের জলে সেই দেহাংশ ফেলে দেয়। এমনকি, স্ত্রীর হাড় যাতে সনাক্ত করা না যায়, তার জন্য হামানদিস্তায় গুঁড়ো করে ফেলার কথাও জানিয়েছে সে।
মাধবী গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলে গুরুমূর্তি প্রাথমিকভাবে দাবি করে, ঝগড়ার পর মাধবী বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু তদন্তে ফাঁস হয়ে যায় তার পরিকল্পনা।
পুলিশ ইতিমধ্যেই গুরুমূর্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তার বয়ানের ভিত্তিতে মীরপেট লেকে দেহাংশ উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে। ডগ স্কোয়াড নামানো হলেও এখনও পর্যন্ত কোনও দেহাংশের খোঁজ মেলেনি।
পুলিশ জানায়, এই নৃশংস ঘটনার পেছনে আরও কারণ রয়েছে কিনা, তা জানতে তদন্ত চলছে। অভিযুক্তের মানসিক অবস্থাও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।