পুলওয়ামা থেকে উঠে আসা জম্মু কাশ্মীরের পেসার উমর নাজির রঞ্জি ট্রফিতে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে আউট করেও কোনও সেলিব্রেশন করলেন না। বৃহস্পতিবার মুম্বই বনাম জম্মু কাশ্মীর ম্যাচে নাজিরের বলে মিডঅফে ক্যাচ তুলে ৩ রানে সাজঘরে ফেরেন রোহিত। তবে দিনের শেষে নাজির জানালেন, রোহিতের উইকেট নেওয়া তাঁর জীবনের অন্যতম বিশেষ মুহূর্ত।
রোহিত শর্মা দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন করলেও মুম্বইয়ের হয়ে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন। টানা ১০ ইনিংসে ২০ রানের গণ্ডি টপকাতে না পারা রোহিত, এদিনও মাত্র ১৯ বল খেলে ফেরেন। তাঁর এই আউটের পিছনে ছিল ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার দীর্ঘদেহী পেসার নাজিরের দুরন্ত স্পেল।
নাজির শুধু রোহিত নয়, মুম্বই অধিনায়ক আজিঙ্কা রাহানে (১২) এবং উইকেটরক্ষক হার্দিক তামোরে (৭)-র উইকেটও দখল করেন। এছাড়া শিবম দুবেকে রান না করেই সাজঘরে ফেরান তিনি। ১১ ওভারে ৪১ রান দিয়ে নাজির নেন ৪টি মূল্যবান উইকেট।
দিনের শেষে নাজির বলেন, “রোহিত শর্মার উইকেট নেওয়ার পরেও আমি সেলিব্রেট করিনি। কারণ আমি ওর বিশাল ভক্ত। এটা আমার কাছে এক বিশাল অর্জন।” তাঁর এই বিনম্র আচরণ মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের।
রোহিতের ব্যর্থতার ধারা এবং নাজিরের দুরন্ত বোলিং নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। মেলবোর্নে যেমন হালকা শটে আউট হয়েছিলেন, এখানেও তাই হলো। নাজিরের মন্তব্যে যেমন আবেগ, তেমনই উঠে এল এক তরুণ পেসারের ক্রিকেটপ্রেম।