রঞ্জি ট্রফির এলিট এ-গ্রুপের মুম্বই বনাম জম্মু ও কাশ্মীর ম্যাচে শুক্রবার এমন এক বিরল ঘটনা ঘটল, যা ক্রিকেট মহলে বিতর্কের ঝড় তুলেছে। দ্বিতীয় দিনের খেলার সময় মুম্বইয়ের ব্যাটার অজিঙ্কা রাহানে আউট হয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন। তবে আম্পায়ারের নির্দেশে তাঁকে ক্রিজে ফিরিয়ে আনা হয়।
ঘটনাটি ঘটে ২৫তম ওভারে, যখন জম্মু ও কাশ্মীরের পেসার উমর নাজির একটি শর্ট পিচ বল করেন। রাহানে পুল শট খেলতে গিয়ে বল উইকেটকিপারের হাতে তুলে দেন। অনফিল্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন, আর রাহানে সাজঘরে ফিরে যান। এর মধ্যে ব্যাট করতে নেমে পড়েন শার্দুল ঠাকুর। কিন্তু তখনও নো বল চেক করা বাকি ছিল।
রিপ্লে দেখে থার্ড আম্পায়ার নিশ্চিত করেন যে নাজিরের পা লাইনের বাইরে ছিল। নিয়ম অনুযায়ী, ব্যাটার আউট হওয়ার ভুল ধারণায় সাজঘরে ফিরলেও, পরবর্তী বল হওয়ার আগে তাঁকে ফেরানো সম্ভব। সেই নিয়ম মেনেই রাহানেকে ক্রিজে ফিরিয়ে আনেন অনফিল্ড আম্পায়ার।
তবে রাহানের দ্বিতীয় সুযোগ খুব বেশি কাজে আসেনি। উমর নাজিরের পরের ওভারেই তিনি ৩৬ বলে মাত্র ১৬ রান করে আউট হন। জম্মু ও কাশ্মীরের অধিনায়ক পারস ডোগরা মিড অফে দুর্দান্ত ক্যাচ নিয়ে রাহানের ইনিংসের সমাপ্তি ঘটান।
প্রথম ইনিংসেও রাহানে নাজিরের শিকার হয়েছিলেন। সেবার ১৭ বলে ১২ রান করে বোল্ড হন তিনি। যদিও আম্পায়ারের এই সিদ্ধান্ত আইনসিদ্ধ হলেও, এমন ঘটনা বিরল বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এটি রঞ্জি ট্রফির ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।