আইসিসির বর্ষসেরা মহিলা ওয়ান ডে দলের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন দুই ভারতীয় ক্রিকেটার—স্মৃতি মন্ধনা ও দীপ্তি শর্মা। ২০২৪ সালে তাঁদের অসাধারণ পারফর্ম্যান্সের ভিত্তিতে এই নির্বাচন।
স্মৃতি মন্ধনা ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন, যাঁর সঙ্গী দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। অল-রাউন্ডার হিসেবে বর্ষসেরা দলে রয়েছেন ভারতের তারকা স্পিনার দীপ্তি শর্মা।
সেরা একাদশের মিডল অর্ডারে রয়েছেন শ্রীলঙ্কার চামারি অতাপাত্তু, ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ এবং দক্ষিণ আফ্রিকার মারিজান কাপ। টপ-মিডল অর্ডারে জায়গা পেয়েছেন দুই অস্ট্রেলীয় তারকা অ্যাশলেই গার্ডনার ও অ্যানাবেল সাদারল্যান্ড।
ইংল্যান্ড থেকে সেরা একাদশে রয়েছেন উইকেটকিপার অ্যামি জোনস এবং দুই বোলার সোফি একলেস্টোন ও কেট ক্রস। এই দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।
ব্যাটিং অর্ডার অনুযায়ী ওপেনিংয়ে রয়েছেন মন্ধনা ও উলভার্ট। তিন নম্বরে অতাপাত্তু এবং চার নম্বরে ম্যাথিউজ। পাঁচ নম্বরে মারিজান কাপ এবং ছয়-সাত নম্বরে যথাক্রমে গার্ডনার ও সাদারল্যান্ড। আট নম্বরে রয়েছেন উইকেটকিপার জোনস। ব্যাটিং লাইনআপের শেষে রয়েছেন দীপ্তি শর্মা এবং দুই ব্রিটিশ তারকা একলেস্টোন ও কেট ক্রস।
ছেলেদের বিভাগে যদিও কোনও ভারতীয় ক্রিকেটার বর্ষসেরা দলে জায়গা পাননি, মেয়েদের এই সাফল্য দেশকে গর্বিত করেছে। মন্ধনা এবং দীপ্তির এই সম্মান ভবিষ্যতের জন্য নতুন প্রেরণা।