হলদিয়ায় শিল্পতালুকে তৈরি হতে চলেছে দুটি নতুন কারখানা—‘ইলেকট্রিক্যালি ক্যালসাইন্ড অ্যানথ্রাসাইট প্ল্যান্ট’ এবং ‘কোলতার ডিসটিলেশন প্ল্যান্ট’। পেট্রো কার্বন অ্যান্ড কেমিক্যাল লিমিটেডের উদ্যোগে ১৫ একর জমিতে গড়ে উঠবে এই প্রকল্প। বিনিয়োগের পরিমাণ ধরা হয়েছে প্রায় ৯১ কোটি টাকা।
এই দুটি কারখানা রাজ্যে প্রথমবারের মতো চালু হচ্ছে। এখানে বছরে ৭২ হাজার টন অ্যানথ্রাসাইট এবং ৬০ হাজার টন উন্নতমানের কোলতার উৎপাদন হবে। উল্লেখ্য, স্টিল ও অ্যালুমিনিয়াম শিল্পে অ্যানথ্রাসাইট একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল।
পেট্রো কার্বন অ্যান্ড কেমিক্যাল লিমিটেড গত তিন দশক ধরে হলদিয়ায় কাঁচা পেট্রোলিয়াম কোক থেকে ক্যালসিনেট উৎপাদনের কাজ করছে। এবার তাদের উৎপাদন ক্ষমতা আরও বাড়াতে নতুন এই দুটি প্ল্যান্ট চালু করা হচ্ছে।
সংস্থার সিনিয়র জেনারেল ম্যানেজার কৌস্তব মুখোপাধ্যায় জানিয়েছেন, “বন্দর, রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থার সুবিধার কারণে হলদিয়াকে এই প্রকল্পের জন্য নির্বাচন করা হয়েছে। প্রয়োজনীয় জল ও বিদ্যুৎ সরবরাহও এখানে সহজলভ্য।”
দুই কারখানাই হবে পরিবেশবান্ধব ‘জিরো ডিসচার্জ প্ল্যান্ট’। এই উদ্যোগের ফলে এলাকায় কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে মনে করা হচ্ছে। শিল্পতালুকের বাড়ধান্যঘাটা মৌজায় এই কারখানাগুলি তৈরি হবে, যা নতুন বিনিয়োগের পথ খুলে দেবে।