দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে ধানখেত থেকে এক রক্তাক্ত মহিলার দেহ উদ্ধার হয়েছে। শনিবার ভোরে মায়াহাউরি গ্রাম পঞ্চায়েতের আনন্দপুর রথতলা এলাকার ধানখেতে একটি ইটের রাস্তার উপর মহিলার দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বকুলতলা থানার পুলিশ। মহিলার দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার মুখ থ্যাতলানো অবস্থায় ছিল এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। মহিলার পরিচয় এখনও অজানা। স্থানীয়রা জানিয়েছেন, মৃত মহিলা ওই এলাকার বাসিন্দা নন।
ঘটনাস্থলে তদন্ত চালিয়ে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজে একটি মোটরবাইকে থাকা সন্দেহভাজন ব্যক্তিদের দেখা গেছে। পুলিশ মনে করছে, এই খুনের সঙ্গে ওই ব্যক্তিরা যুক্ত থাকতে পারে। সন্দেহভাজনদের খোঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
মহিলার পোশাক অবিন্যস্ত অবস্থায় পাওয়া যাওয়ায় ধর্ষণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং প্রমাণ সংগ্রহ করে পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে রক্ত ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছে। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করার চেষ্টা চলছে। তবে এখনও পর্যন্ত অপরাধীদের কোনও হদিস মেলেনি।