আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবিকে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়েছে। এই প্রেক্ষিতে নির্যাতিতার বাবার মন্তব্যের বিরোধিতা করলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
ফিরহাদ হাকিম বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে কারও দয়ায় বসে নেই। তিনি বাংলার মানুষের সমর্থনে এই পদে রয়েছেন।” নির্যাতিতার বাবার মন্তব্য প্রসঙ্গে ফিরহাদ দাবি করেন, “তিনি অন্য কারও প্ররোচনায় পড়েছেন। তাঁকে দিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করা হচ্ছে।”
মন্ত্রী আরও বলেন, “আমাদের সহানুভূতি রয়েছে নির্যাতিতার পরিবারের প্রতি। তবে পুত্রীশোকে এমন মন্তব্য করা উচিত নয়, যা তাঁর এক্তিয়ারের বাইরে। যা বলানো হচ্ছে, সেটাই তিনি বলছেন। এর ফলে তাঁর পরিবারের প্রতি সাধারণ মানুষের সহানুভূতি নষ্ট হতে পারে।”
এ প্রসঙ্গে ফিরহাদ জানান, সিবিআই তদন্তের কার্যপ্রণালীর প্রতি তাঁরও ক্ষোভ রয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করার ভিত্তি নেই। তিনি সতর্ক করে বলেন, “ন্যায়বিচার চাওয়া এক জিনিস, কিন্তু এমন কিছু বলা উচিত নয়, যা পরোক্ষভাবে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত হয়।”
উল্লেখ্য, আরজি করের চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নির্যাতিতার বাবা এই ঘটনায় সঠিক তদন্ত এবং ন্যায়বিচারের দাবি তুললেও, তাঁর মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা ক্রমশ তীব্র হচ্ছে।
