মুম্বই পুলিশের ভুলে জীবন ওলটপালট হয়ে গেল ছত্তিশগড়ের আকাশ কানোজিয়ার। সইফ আলি খানের উপর হামলার ঘটনায় প্রকৃত অপরাধীর বদলে ভুল করে আটক করা হয় ৩১ বছরের আকাশকে। রেলওয়ে সুরক্ষা বাহিনী দুর্গ স্টেশনে তাঁকে গ্রেপ্তার করে। এরপর আরপিএফ কর্মীদের দেওয়া প্রেস বিবৃতি এবং আকাশের ছবি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফলস্বরূপ আকাশের চাকরি যায় এবং বিয়ে ভেঙে যায়।
আকাশের বাবা কৈলাশ কানোজিয়া অভিযোগ করেন, পুলিশ আমার ছেলের পরিচয় যাচাই না করেই এই পদক্ষেপ নিয়েছে। এই ভুলের ফলে ওর জীবন ধ্বংস হয়ে গেছে। আকাশ এখন মানসিকভাবে ভেঙে পড়েছে, ঠিক মতো কথা বলতেও পারছে না।
গত ১৮ জানুয়ারি ঘটনাটি ঘটে। পরে, মুম্বই পুলিশ প্রকৃত অপরাধী শরিফুল ইসলাম শেহজাদকে গ্রেফতার করে। কিন্তু ততক্ষণে আকাশের ছবি ভাইরাল হয়ে যায়। আকাশ বলেন, ‘আমাকে আটক করার কয়েক ঘণ্টা পর প্রকৃত অভিযুক্ত ধরা পড়ে। আমি ভাগ্যবান, নাহলে আমাকে দোষী সাব্যস্ত করা হতে পারত। আমি ন্যায়বিচার চাই।’
ঘটনার সময় আকাশ তাঁর অসুস্থ ঠাকুমার সঙ্গে দেখা করতে পৈত্রিক বাড়ি নেহলায় যাচ্ছিলেন। সেখান থেকে হবু কনের বাড়ি যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু পুলিশের ভুলে সব শেষ হয়ে যায়।
কৈলাশ কানোজিয়া প্রশ্ন তোলেন, আমার ছেলের সঙ্গে আসল অপরাধীর কোনও মিল ছিল না। এই ভুলের দায় কে নেবে? আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল।