কোচবিহার দক্ষিণ বিধানসভায় ৩১ জানুয়ারি তৃণমূলের কর্মিসভা নিয়ে দলের অন্দরে শুরু হয়েছে চাপানউতোর। এবার সভার পোস্টার থেকে জেলা নেতৃত্বের ছবি বাদ দেওয়া হয়েছে। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকছে বলে দলীয় সূত্রে খবর।
কদমতলা ফুটবল মাঠে ওই কর্মিসভার প্রস্তুতি শুরু হয়ে গেছে। ব্লক সভাপতি কালীশঙ্কর রায় জানিয়েছেন, ২০ হাজার সমর্থক নিয়ে সভা হবে এবং সেখানে মুখ্যমন্ত্রী ও অভিষেকের ছবি থাকবে। কিন্তু জেলার শীর্ষ নেতাদের ছবি বাদ দেওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগে নাটাবাড়ি-সহ বেশ কিছু সভায় জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এবং জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণের ছবি ব্যবহার হয়েছিল। কিন্তু এবার শুধুই দু’জনের ছবি রাখা হয়েছে, যা ঘিরে গুঞ্জন তৈরি হয়েছে।
এই ছবি-রাজনীতি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের অনুগামীরা দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। অনেকে নিজেদের পছন্দের নেতার হয়ে প্রচারে নেমেছেন, পুরনো বক্তব্যের ভিডিয়ো পোস্ট করে একে অপরকে নিশানা করছেন। বিরোধীরা সুযোগ বুঝে কটাক্ষ করতে ছাড়ছে না। যদিও জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণ বলছেন, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করলেই সব ঠিক হয়ে যাবে। তবে জেলার দুই শিবিরের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।