মাঝ আকাশে ভয়াবহ সংঘর্ষ! যাত্রীবাহী বিমানের সঙ্গে সেনার হেলিকপ্টারের মুখোমুখি ধাক্কা। মার্কিন মুলুকে এই দুর্ঘটনায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আতঙ্ক ছড়িয়েছে গোটা অঞ্চলে।
শুক্রবার, রেগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই বিকট শব্দ। আকাশে আগুনের ফুলকি। মুহূর্তে তছনছ বিমান আর হেলিকপ্টার। মার্কিন সেনার Black Hawk হেলিকপ্টার এবং একটি আঞ্চলিক যাত্রীবাহী বিমানের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে।
মার্কিন সেনেটর টেড ক্রুজ জানিয়েছেন, তিনি প্রাণহানির খবর পেয়েছেন। তবে ঠিক কতজন মারা গিয়েছেন বা কেউ বেঁচে আছেন কি না, তা স্পষ্ট করেননি। এখনও পর্যন্ত হতাহতের নির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ্যে আসেনি। তবে দুর্ঘটনার ভয়াবহতা দেখে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, অনেকেরই মৃত্যু হয়েছে। উদ্ধারকাজ চলছে জোরকদমে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় দুই উড়ানই স্বাভাবিক গতিতেই চলছিল। আচমকা কীভাবে সংঘর্ষ হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দুর্ঘটনার পিছনে যান্ত্রিক ত্রুটি নাকি নিয়ন্ত্রণ কক্ষের কোনও গাফিলতি রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় আমেরিকায় বিমান চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যাত্রীদের মধ্যে নিরাপত্তাহীনতার আশঙ্কা বাড়ছে। বিশেষত, সামরিক হেলিকপ্টার এবং যাত্রীবাহী বিমানের একসঙ্গে ওড়ার নীতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।