রাষ্ট্রপতি ভবনে আগামী ১২ ফেব্রুয়ারি এক বিশেষ বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে। প্রথমবারের মতো, একটি সরকারি আধিকারিকের বিয়ের আয়োজন রাষ্ট্রপতি ভবনে। পাত্র-পাত্রী এই বিয়েতে অংশগ্রহণ করছেন, যাদের কর্মক্ষেত্রও দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত।
পাত্র অবনীশ কুমার, জম্মু-কাশ্মীরের অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট। পাত্রী পুণম গুপ্ত, সিআরপিএফ অফিসার, বর্তমানে রাষ্ট্রপতি ভবনে পিএসও হিসেবে কর্মরত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঐতিহাসিক অনুষ্ঠানের জন্য নিজেই প্রস্তুতি গ্রহণ করেছেন। বিয়ের অনুষ্ঠানটি রাষ্ট্রপতি ভবনের মাদার টেরেজা কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে, এবং এতে উপস্থিত থাকবেন পাত্র-পাত্রীর পরিবার-পরিজন এবং বন্ধুদের।
এমন একটি ঘটনা ভারতের ইতিহাসে প্রথম। রাষ্ট্রপতি ভবনে বিয়ের আয়োজন কীভাবে সম্ভব হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে, এক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মুর্মু পুণম গুপ্তের কাজে সন্তুষ্ট হয়ে বিয়ের আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন।
এত বড় আয়োজন হলেও, রাজকীয়তা এড়িয়ে, সাদামাটা ভাবেই অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সকলেই বিয়েটি নিরিবিলি, একান্তভাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন।